মনোজ বন্দ্যোপাধ্যায় ও রঞ্জিত সাউ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা। দীর্ঘক্ষণ লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না বলে অভিযোগ। সল্টলেক দত্তাবাদে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না মেলায় পুর স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ। সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আসন্ন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সতর্কবার্তার পর আরও দ্রুত গতিতে দেশজুড়ে ভ্যাকসিনেশনে জোর দিতে বলছেন চিকিৎসকরা। কিন্তু, ভ্যাকসিন ঘিরে হয়রানি থামছে না।


সোমবার দুর্গাপুর পুরসভা পরিচালিত পলাশডিহা স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ লাইন দিয়েও ভ্যাকসিন না পাওয়ায় অভিযোগ ওঠে। যার জেরে ক্ষোভ উগরে দেন গ্রাহকরা। পুর স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর,  প্রতিদিন এখানে ১৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এদের মধ্যে পুরসভার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে স্লট বুকিং করা ৫০ জন ভ্যাকসিন পাচ্ছেন। বাকি ১০০ জনকে ‘আগে এলে আগে মিলবে’ ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।


কিন্তু, গ্রাহকদের অভিযোগ হোয়াটসঅ্যাপ নম্বরে স্লট বুকিং পাওয়া যাচ্ছে না। সমস্যার কথা স্বীকার করে নিয়েছে পুর স্বাস্থ্যকেন্দ্র। দুর্গাপুরের পলাশডিহা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও ইনচার্জ রামপ্রতাপ গুপ্ত বলেন, ‘ওভার ক্রাউডেড হওয়ার জন্য অনলাইন বুকিং নিচ্ছে না। এটা কর্তৃপক্ষকে জানাব। লাইনে দিলে কুপন দেওয়া হচ্ছে।’ অন্যদিকে সল্টলেকের দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দ্বিতীয় ডোজ না পাওয়ায় বিক্ষোভ দেখান গ্রাহকরা। স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলেন তাঁরা। এ নিয়ে স্বাস্থ্য দফতরের প্রতিক্রিয়া মেলেনি।


রাজ্যজুড়ে বিভিন্ন জায়গা ভ্যাকসিন নিয়ে হয়রানি ক্রমে বেড়েই চলেছে। ২ দিন আগেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পাওয়ায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় মহিলারা। কেউ রাত তিনটে থেকে তো কেউ লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোর চারটে থেকে। করোনার ভ্যাকসিন পেতেই দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পরও ভ্যাকসিন মেলেনি। 


এদিকে এমন ঘটনায় বারবার শাসক দল ও বিরোধী পক্ষের তরজা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। ২ পক্ষই একে অপরের দিকে আক্রমণ শানিয়েছে বারবার।