পশ্চিম মেদিনীপুর: ধারে মদ চেয়ে মেলেনি। সেজন্য মদের দোকানের ৪ কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ভুঁইয়া পাড়ায়।


ঘটনার সূত্রপাত মঙ্গলবার। অভিযোগ, সেদিন ধারে মদ না পেয়ে, দোকানের এক কর্মীর হাত ভেঙে দেন সাধু হেমব্রম নামে এক ব্যক্তি। জামুড়িয়া থানার পুলিশ তাঁকে দু’দিন আটক করে রাখে।

বৃহস্পতিবার ছাড়া পেয়ে মাঝরাতে মদের দোকানে হামলা চালান অভিযুক্ত। মদের দোকানের এক কর্মচারী বলেন, একজন ঘুমাচ্ছিল তাঁকে মারতে শুরু করে। আমায় হুমকি দিচ্ছিল, তুই বাঁচাতে এলেও তোকে মারব। আমি ভয়ে বের হইনি। এরপর বাইরে আরও দুজনকে মারে। পুলিশে খবর দিই। তারপর পুলিশ এসে ধরে।

পুলিশ সূত্রে খবর, মৃত চারজনের মধ্যে তিনজন বাঁকুড়ার বাসিন্দা। অন্যজনের বাড়ি কুলটিতে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল সায়ক দাস বলেন, কাল রাতে এই ঘটনা ঘটে। ৪ জনকে পিটিয়ে মারে অভিযুক্ত। পুলিশের সামনেই মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

মদের দোকান ঘিরে এলাকায় প্রায়শই আইনশৃঙ্খলাজনিত সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এক বাসিন্দা বলেন, আমার এখানেই বাড়ি। এখানে মাতালরা প্রায়ই মাতলামো করে। আমরা চাই এখান থেকে মদের দোকান উঠে যাক।

মদের দোকান তুলে দেওয়ার দাবিতে শুক্রবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।