সঞ্চয়ন মিত্র, কলকাতা : রাজ্যজুড়ে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। বানভাসি এলাকায় চরম দুর্ভোগ মানুষের। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই জোড়া ফলার প্রভাবেই রাজ্যে চলছে বৃষ্টি। এই অবস্থায় আশঙ্কা, বৃষ্টির জেরে আরও বাড়তে পারে নদীর জলস্তর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ঘূর্ণাবর্তের পাশাপাশি একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার জেরেই রাজ্যজুড়ে আগামী দু'দিন বৃষ্টিপাত চলবে।'
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে-
- শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
- বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
- শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়।
- কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
এমনিতেই বুধবার সকাল থেকেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছিল মেঘলা আকাশা। ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে। এমনিতেই পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ার বিস্তৃণ অঞ্চল ইতিমধ্যে জলের তলায়। এই জেলাগুলিতে বন্য পরিস্থিতি আরও খারাপ হচ্ছে টানা বৃষ্টির জেরে। এমনিতেই রাজ্য-কেন্দ্রের মধ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি নিয়ে শুরু হয়ে গিয়েছে সংঘাতও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রথমে ফোনে ব্যক্তিগতস্তরে ও পরে চিঠি লিখে রাজ্যে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে উষ্ণাপ্রকাশ করেছেন। অভিযোগ করেছেন 'ম্যান মেড বন্যা' হিসেবে। প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জেরে হেলিকপ্টারে বন্যাদূর্গত এলাকার সফর বাতিল করে বাধ্য হয়ে সড়কপথে পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।