কলকাতা: কয়েক দিনের আচমকা গরমের পর ফের রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।
গত সপ্তাহে রাজ্যে আচমকা বেশ গরম পড়েছিল। দুই মেদিনীপুর সহ অন্যান্য জেলায় শীতের মধ্যে হঠাৎ গরমে হাঁসফাঁস করছিলেন মানুষ। এ সপ্তাহে আবার পাল্টেছে পরিস্থিতি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আবহাওয়ার কিছুটা খামখেয়ালিপনা চলবে এই সপ্তাহে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন পারদ ফের কিছুটা উঠবে। ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার রাত থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। উত্তুরে হাওয়ার দাপটে বৃহস্পতিবার থেকে ফের পারদ নামবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর পাওয়া গিয়েছে। ফলে সপ্তাহের শেষে ফের জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বর্ষার পর কিছুটা আবহাওয়া শুকনো হতে ডিসেম্বর থেকেই সাধারণত শীত পড়ে এ দেশে। উত্তরে তাপমাত্রা কমে, তবে দক্ষিণ থাকে উষ্ণ, আরামদায়ক। পূর্ব অর্থাৎ কলকাতা, ত্রিপুরায় তাপমাত্রা থাকে দারুণ আরামদায়ক, আবার মণিপুর, মিজোরামের মত উত্তর পূর্বাঞ্চলে শীতে কাঁপতে হয় হি হি করে। দক্ষিণ পশ্চিম উপকূলের গোয়ায় ডিসেম্বরে গড় তাপমাত্রা দিনের সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস, রাত হলে কমে দাঁড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে বৃষ্টি হয় ১৫ মিলিমিটারের সামান্য বেশি, ফলে ডিসেম্বর মোটামুটি শুকনোই থাকে।
রাজধানী দিল্লিতে আবার তাপমাত্রা বেশ ঠান্ডা, দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, রাতে ৮ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। এ মাসে বৃষ্টি হয় মোটামুটি ১০ মিলিমিটারের মত, ফলে বৃষ্টিতে ভেজার সুযোগ তেমন পান না দিল্লিবাসী। তবে বৃষ্টি না হলেও এ বছর শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পাশের রাজ্যগুলিতে তুষারপাত চলছে।