অনির্বাণ বিশ্বাস, সূর্যাগ্নি রায় ও অরিত্রিক মজুমদার, কলকাতা: রাজ্যের বিরুদ্ধে করোনার ভ্যাকসিন চুরির অভিযোগে সুর চড়াল বিজেপি। গেরুয়া শিবিরকে বিঁধে তৃণমূলের পাল্টা দাবি, রাজ্যের প্রাপ্য টিকা পাঠাচ্ছে না কেন্দ্র। ভ্যাকসিন নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র মতে, ‘‘চাল চোর, ত্রিপল চোর, কয়লা চোর, ভ্যাকসিন চোরের সরকার, গুন্ডা, বিধায়করা জোর করে টিকা নিচ্ছে। তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমও পাল্টা বলেন, ‘‘ভ্যাকসিন কৈলাসের পৈতৃক ভিটে থেকে আসেনি, বিজেপির পয়সায় টিকা কেনা হয়নি ৷ ’’
রেশন বণ্টন থেকে আমফানে ত্রাণের পর এবার করোনার ভ্যাকসিন নিয়েও উঠল দুর্নীতির অভিযোগ। ভোটের মুখে তৃণমূলের বিরুদ্ধে করোনার টিকা চুরির অভিযোগে সরব হল বিজেপি।
‘টিকাচোর টিএমসি’ হ্যাশট্যাগ-সহ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ট্যুইট, করোনা টিকাকরণেও তৃণমূলের দুর্নীতি চলছে। নিয়ম অনুযায়ী, প্রথম দফার করোনা ভ্যাকসিন বরাদ্দ প্রথম সারির কোভিড যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য। তাহলে কাঁথি ১ নং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রদীপ গায়েন ভ্যাকসিন পান কীভাবে? শনিবার থেকে শুরু হয়েছে করোনার ভ্যাকসিনেশন। নবান্ন সূত্রে খবর, টিকাকরণের প্রথম দিনই মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, রাজ্যে প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র। নবান্ন সূত্রে খবর, রাজ্যের স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী ও পুরকর্মী মিলিয়ে মোট ১০ লক্ষ নাম পাঠানো হয়েছিল কেন্দ্রকে ৷ কিন্তু কেন্দ্র পাঠিয়েছে প্রায় ৬ লক্ষ ভ্যাকসিন ৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‘ ভ্যাকসিন সরবরাহ করছে না কেন্দ্র, নিয়ন্ত্রণের নামে রাজনীতি হচ্ছে, কেন্দ্র যেন ব্যাঘাত না ঘটায়, না দিলে রাজ্য খরচ বহন করবে ৷ ’’
রাজ্য যখন ভ্যাকসিন কম পাঠানোর অভিযোগ করেছে তখন টিকা চুরির অভিযোগে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‘ ডাব্বা খোলার পর দেখছি দিদির লোকেরাই নিয়ে নিচ্ছে, কম তো পড়বেই ৷ রেশন নিয়েছে, কাটমানি নিয়েছে, এবার ভ্যাকসিন নিয়ে নিচ্ছে, ভ্যাকসিন লুঠ হচ্ছে !’’
ভ্যাকসিন নিয়ে দড়ি টানাটানির মধ্যে সাধারণ মানুষের কথা ভাববে কে? প্রশ্ন তুলেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘হঠাৎ বলছেন ভ্যাকসিন কম দিয়েছে, কোথায় কম, মুখ্যমন্ত্রীকে বলছি আপনি বলুন বাংলার মানুষকে, আপনি দাবি করেছিলেন কত আর কত পেলেন, ভ্যাকসিন এখন রাজনীতির পণ্য হয়ে দাঁড়িয়েছে, ‘ভ্যাকসিন ন্যাশনালিজম’ বলতে পারেন, দয়া করে দিদি-মোদি রাজনীতি করবেন না ৷’’
ভ্যাকসিন আসার আগেই তা বিনামূল্যে বণ্টন করা নিয়ে তরজায় জড়িয়েছিল তৃণমূল ও বিজেপি। টিকাকরণ শুরু হওয়ার পরও সেই সংঘাত অব্যাহত।