নিমতা: মায়ের পেটের বোন। সেই বোনের হাতেই নির্যাতন! লাঠি দিয়ে মার! এলোপাথাড়ি লাথি! ঘাড়ের ওপর পা তুলে অসুস্থ দিদিকে পিষে মারার চেষ্টা! এবিপি আনন্দের খবরের জেরে অবশেষে নিমতার নির্যাতিতা প্রৌঢ়ার বোনকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন প্রৌঢ়ার চিকিৎসার ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে পরিবারের অন্য সদস্যদের ভূমিকাও।দিনের পর দিন প্রৌঢ়াকে অত্যাচারিত হতে দেখেছেন প্রতিবেশীরা। রবিবার সকালে তাঁদের রোষ আছড়ে পড়ে ধৃতের বাড়িতে। চাপের মুখে ভুল স্বীকার করতে বাধ্য হন ধৃতের পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে খবর, অবিবাহিত প্রৌঢ়া গীতা তাঁর মায়ের কাছে থাকতেন। কিছুদিন আগে তাঁর মায়ের মৃত্যু হয়। গীতাকে নিমতার উদয়পুরের বাড়িটি লিখে দিয়ে যান মা। মায়ের মৃত্যুর পর সপরিবারে দিদির কাছে এসে থাকছিলেন রীতা সাহা। তবে কি সম্পত্তির লোভেই দিদির ওপর এহেন অত্যাচার? সবদিক খতিয়ে দেখছে পুলিশ।