বোলপুর: পদ্ম-শিবিরের পাল্টা হনুমান পুজো করেছিলেন আগে। এবার যজ্ঞের আসরে অনুব্রত মণ্ডল! ক’দিন আগে লাভপুরের মিছিল থেকে, এই যজ্ঞ-কর্মসূচির ঘোষণা করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেইমতো শনিবার, বোলপুরের কঙ্কালিতলা মন্দিরে ছিল সাজো সাজো রব! যজ্ঞ করার জন্য একান্ন পীঠের অন্যতম এই পীঠে আনা হয় কামাখ্যার ১১ জন পুরোহিতকে।
প্রথমে রীতি মেনে পুজো। অনুগামীদের নিয়ে শ্বেতশুভ্র পোশাকে হাজির অনুব্রত। ঘুরে দেখেন প্রস্ততি। এরপরই শুরু হয় যজ্ঞ। আত্মীয় মারা যাওয়ার কারণে অংশ নিতে না পারলেও, আগাগোড়া যজ্ঞস্থলের পাশে বসেছিলেন অনুব্রত। জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে যজ্ঞ দেখতে আসনে তৃণমূলের কর্মী-সমর্থকরা। যজ্ঞ শেষ হতেই বিজেপিকে নিশানা করেন তৃণমূলের জেলা সভাপতি। তিনি বলেন, নিজের পরিবার, মুখ্যমন্ত্রীর সুস্থতা, দলের ও দলীয় কর্মীদের স্বাস্থ্য যাতে ভাল থাকে, মঙ্গল কামনায় এই আয়োজন। আমি আগেও কামাখ্যা ও তারাপীঠে যজ্ঞ করিয়েছি। ২০০৮ সাল থেকে এই যজ্ঞ করছি। বিজেপির ভয়ে যজ্ঞ নয়। ওদের কাছে হিন্দুত্ব শিখব না। আমি অনেক বড় হিন্দু। অনুব্রতর এই যজ্ঞ নিয়ে শ্লেষের সুর বিজেপি রাজ্য সভাপতির গলায়। দিলীপ ঘোষ বলেছেন, যজ্ঞগৃহেই রাবণ-বধ।
বিতর্কের শুরুটা হয়েছিল রামনবমীতে, গোরুয়া শিবিরের অস্ত্র হাতে মিছিল করা নিয়ে। যার পাল্টা হিসেবে বীরভূমে হনুমান পুজো করে তৃণমূল। এর কয়েক দিন পরে, হনুমানজয়ন্তীর মিছিল ঘিরে ধুন্ধুমার হয় সিউড়িতে। তারপর বীরভূমে গিয়ে মিছিল করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এসবের মাঝেই, পরস্পরের বিরুদ্ধে বার বার সুর চড়িয়েছেন দিলীপ-অনুব্রতরা। তৃণমূল-বিজেপি সংঘাতের এই আবহে অনুব্রতর এ দিনের যজ্ঞ নয়া মাত্রা যোগ করল বলেই মত পর্যবেক্ষকদের একাংশ।
বোলপুরে অনুব্রতর যজ্ঞ, কটাক্ষ বিজেপি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2017 09:30 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -