কোটা: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে না পেরে এ রাজ্যের নবাবগঞ্জের এক ছাত্র আত্মহত্যা করলেন। অরিজিৎ নামে ১৯ বছরের ছেলেটি পড়াশোনা করতেন রাজস্থানের কোটায় এক নামী কোচিং ইনস্টিটিউটে। গতকাল সন্ধেয় হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
অরিজিতের ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে সহপাঠীরা জানিয়েছেন, জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) উতরোতে না পেরে হতাশায় ভুগছিলেন তিনি। ওই পরীক্ষায় পাশ করতে না পারায় এ বছর আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় বসার সুযোগ পাননি ছেলেটি। সম্ভবত সে কারণে তাঁর এই পদক্ষেপ।
স্থানীয় এমবিএস হাসপাতালে পাঠানো হয়েছে অরিজিতের দেহ। সেখানেই আজ ময়নাতদন্তের কথা।
চেয়েছিলেন আইআইটি পড়তে, জয়েন্ট উতরোতে না পেরে রাজস্থানে আত্মহত্যা করলেন এ রাজ্যের ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2017 12:48 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -