নৈহাটি: উত্তর ২৪ পরগনার নৈহাটির এসআইয়ের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগের ঘটনায় ছাত্রীর বিরুদ্ধেই মামলা দায়ের। মা-মেয়েকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত ২টি মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করা হবে ছাত্রীর আইনজীবীকেও।
অভিযোগকারিণীই অভিযুক্ত। একাধিক ধারায় মামলা রুজু।এসআই-এর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে আগেই কাঠগড়ায় উঠেছেন খোদ অভিযোগকারিণী ছাত্রী। এবার তাঁর বিরুদ্ধে রুজু হল মামলা।
বুধবার রাতে অভিযোগ দায়ের করেন নৈহাটি থানার এসআই তপনচন্দ্র শীল। ছাত্রী, তাঁর মা এবং আইনজীবী সুকুমার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায়। ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় রুজু রয়েছে মামলা।
গত ৬ সেপ্টেম্বর ব্যারাকপুর কমিশনারেটে লিখিত অভিযোগে ওই ছাত্রী দাবি করেন,
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কিছুদিন আগে মামাবাড়ির বিরুদ্ধে মামলা করে তাঁর পরিবার তদন্ত করতে বাড়িতে আসেন নৈহাটি থানার এসআই তপনচন্দ্র শীল। পরিচয় হওয়ার পর থেকে নানা অছিলায় উত্যক্ত করতেন তিনি, দিতেন কুপ্রস্তাব। রাজি না হওয়ায় হুমকিও দেন।
কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তদন্তকারী অফিসারকে সরাতে আইনজীবীর পরামর্শে ওই কাজ করেন ছাত্রী। এসআই-এর নম্বর দিয়ে নিজের একটি মোবাইল নম্বর সেভ করে রাখেন। সেই নম্বর থেকেই ওইসব মেসেজ পাঠাতেন।
ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রী ও তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করা হবে আইনজীবীকেও।
আরও তথ্যপ্রমাণ জোগাড়ের পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।
নিজের ফোন থেকেই নিজেকে অশ্লীল মেসেজ করে এসআইকে ফাঁসানোর ছক নৈহাটির কিশোরীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2017 07:48 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -