দার্জিলিঙ: বনধের পাহাড়ে দুষ্কৃতী তাণ্ডব। রেহাই মিলল না রামকৃষ্ণ মিশনেরও। চালানো হল ভগিনী নিবেদিতার ঘরে ভাঙচুর! প্রণামী বাক্স ভেঙে লুঠ হয়ে গেল কয়েক হাজার টাকা! ঘটনাস্থল দার্জিলিঙের লেবং। চুরির উদ্দেশ্যেই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ঘটনার তীব্র নিন্দায় সরব পর্যটনমন্ত্রী গৌতম দেব।
বনধ ঘিরে ৩ মাস ধরে উত্তপ্ত পাহাড়। গুলি-বোমা-বিস্ফোরণ....বাদ যায়নি কিছুই। এবার আঘাত ঐতিহ্যে।
লেবংয়ে যখন এই ছবি তখন মংপুতেও সঙ্কটে ঐতিহ্য। বনধের জেরে ৩ মাস ধরে বন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সংস্কারের কাজ!
বনধের পাহাড়ে দুষ্কৃতী তাণ্ডব, রেহাই মিলল না রামকৃষ্ণ মিশনেরও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2017 06:35 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -