ক্যানিংয়ে রেলগেটের কাছে পা কাটা অবস্থায় ৭ ঘণ্টা পড়ে রইলেন যুবক, যন্ত্রণায় আর্তনাদ করেও মিলল না সাহায্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Nov 2017 04:04 PM (IST)
ক্যানিং: মঙ্গলবার রাত ১১টার সময় আপ শিয়ালদা-ক্যানিং লোকালের ধাক্কায় পা কাটা যায় ঝণ্টু চক্রবর্তী নামে এক যুবকের। অভিযোগ, ৭ ঘণ্টা ধরে বিনা চিকিৎসায় ঘটনাস্থলেই পড়েছিলেন ওই যুবক। বুধবার সকালে আহতকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারাই। ঘটনাস্থল থেকে সামান্য দূরে ক্যানিং রেলগেট। জনবহুল এলাকা। তাও কেন আহতকে উদ্ধার করতে ৭ ঘণ্টা সময় লাগল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল পুলিশের দাবি, মত্ত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়েন ওই ব্যক্তি। ঘটনাটি রাতে হয়েছে কি না তা জানা নেই। সকালে খবর পেতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।