মুরারই: টিউশন থেকে ফেরার সময় নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অপমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী কিশোরী। বীরভূমের মুরারইয়ের মুর্শিদপাড়া গ্রামের ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।

সূত্রের খবর, গতকাল রাতে টিউশন সেরে বাড়ি ফিরছিল ওই কিশোরী। সেইসময় তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। অভিযোগ, এরপর অপমানে বাড়িতে ফিরে কীটনাশক খায় ওই ছাত্রী। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ ভোরে তার মৃত্যু হয়।

ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ওই কিশোরীর পরিবার। বলা হয়, ঘটনার অভিযোগ নিতে টালবাহানা  করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করা হয়েছে।