ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ঝাড়খণ্ডের (Jharkhand) জামতাড়ায় (Jamtara) কলকাতা পুলিশের (kolkata police) এসটিএফের (STF) অভিযান (Raid)। মিলল অস্ত্র কারখানার (arms factory) হদিশ। উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। দু’দিন আগে সিঁথি (sinthi) এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সূত্রের খবর, ধৃতদের জেরা করেই ঝাড়খণ্ডের জামতাড়ার মিহিজাম এলাকায় গতকাল অভিযান চালিয়ে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। উদ্ধার হয়েছে ৭টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। এই সব অস্ত্র কি বাংলায় পাচারের পরিকল্পনা ছিল? খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।


কী জানা গেল?
সূত্রের খবর, সিঁথি থেকে যে চার জনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে মহম্মদ ইমতিয়াজের বয়ানের ভিত্তিতে জামতাড়ার মিহিজাম এলাকায় একটি বাড়িতে গত কাল অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। লালবাজার সূত্রে খবর, তখনই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পাশপাশি ওই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মেলে। এতেই শেষ নয়। একই জায়গা থেকে একটি গোপন চেম্বারেরও খোঁজ পেয়েছেন এসটিএফ আধিকারিকরা। সেখানে লেদ মেশিন থেকে-সহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গিয়েছে। তবে সমস্ত কাজকর্মই এমন ভাবে চলত যাতে বাইরে থেকে দেখে কেউ ঘুণাক্ষরেও টের না পান। আর কোথায় এই ধরনের ইউনিট রয়েছে জানতে ভবিষ্যতে এই ধরনের আরও তল্লাশি অভিযান চলতে পারে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।


অস্ত্র উদ্ধারে নাম হেমন্ত-সহযোগীর...
গত অগাস্ট মাসে অবৈধ কয়লাখনির তদন্তে নেমে প্রেম প্রকাশ নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুটি একে ৪৭-র হদিশ পেয়েছিল ইডি। তদন্তকারীদের তরফে দাবি করা হয়, প্রেম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ। এমনিতেই অবৈধ কয়লাখনির তদন্তে ইডির রেডারে ছিলেন প্রেম। তার উপর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা হইচই ফেলে দেয়। স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ে সে রাজ্যের শাসকদলেরও। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর পাঠায় ইডি। তবে যে ভাবে কলকাতা পুলিশের এসটিএফ জামতাড়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে, তাতে নতুন করে শোরগোল দুই রাজ্যেই। উঠেছে একাধিক প্রশ্নও। দুই রাজ্যে অস্ত্র পাচারের চক্র কতটা বিস্তৃত? কত দিন ধরে চলছে? কারা সামিল? কী উদ্দেশ্যে তৈরি হচ্ছিল সেগুলি? সবের কিনারা করতে আরও তল্লাশি জরুরি, খবর লালবাজার সূত্রে।


আরও পড়ুন:অমিত শাহের বাড়িতে ৫ ফুটের সাপ, ত্রস্ত নিরাপত্তাকর্মীরা, তারপর...