LIVE UPDATES: শুধু ছাত্র বলেই কেউ আইন হাতে তুলে নিতে পারে না, জামিয়ার ঘটনায় বললেন প্রধান বিচারপতি

ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে বাসে আগুন দেওয়া হয়েছে ও পাথর ছোঁড়া হয়েছে অভিযোগ ওঠায় গতকাল জামিয়ায় অভিযান চালায় পুলিশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Dec 2019 01:57 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে ৬ ঘণ্টার ধর্নার পর উঠে গেলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী। গতকাল জামিয়ায় পুলিশ পদক্ষেপের বিরুদ্ধে ধর্নায় বসেন তাঁরা। দাবি করেন, আটক হওয়া...More

এদিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খানের অভিযোগ, জোর করে পুলিশ তাঁদের ক্যাম্পাসে ঢুকে স্টাফ মেম্বার, পড়ুয়াদের মারধর করেছে। পাল্টা চারটি বাস, অন্য যানবাহনে অগ্নিসংযোগের পরই তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়, লাঠি চালায় বলে দাবি পুলিশের।