নয়াদিল্লি: সিবিআইয়ের অধিকর্তা পদে নিযুক্ত হলেন মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন প্রধান সুবোধ কুমার জয়সওয়াল। আগামী দু'বছরের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান পদে কাজ করবেন ১৯৮৫ ব্যাচের এই আইপিএস অফিসার। বর্তমানে সিআইএসএফের অধিকর্তা পদে রয়েছেন তিনি।


অ্যাপয়েন্টমেন্টস কমিটি প্যানেল থেকে তাঁকে বেছে নিয়েছে বলেই জানানো হয়েছে তাদের পক্ষে জারি করা বিবৃতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার মধ্যে কয়েক দফা আলোচনার পর যে বিবৃতি প্রকাশ করা হয়। জানা গিয়েছে, তিনজনের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর সুবোধ কুমার জয়সওয়ালের নাম চূড়ান্ত হয়।


গত ফেব্রুয়ারির মাঝামাঝি ঋষি কুমার শুক্লর মেয়াদ শেষ হওয়ার পর থেকে ফাঁকা ছিল সিবিআই ডিরেক্টরের পদ। অ্যাডিশনাল ডিরেক্টর প্রবীন সিনহা মাঝের সময়কালে অন্তর্বর্তী প্রধান হিসেবে সামলাচ্ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজ। মহারাষ্ট্র পুলিশের প্রধানের পাশাপাশি মুম্বই অ্যান্টি টেরোরিসম স্কোয়াডেও কাজ করেছেন সুবোধ কুমার জয়সওয়াল। শিবনেতা নেতৃত্বাধীন মহারাষ্ট্রের জোট সরকারের সঙ্গে একাধিকবার আইপিএসের বদলি নিয়ে তাঁর মতবিরোধ এসেছিল সংবাদ শিরোনামে। সুবোধ কুমার জয়সওয়াল প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ ও দেশের ইনটেলিজেন্স এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) হয়েও আগে কাজ করেছেন।


সূত্রের খবর, সোমবার উচ্চপর্যায়ের বৈঠকের মাঝে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা সাফ জানিয়েছিলেন, সিবিআই অধিকর্তা বাছাই নিয়ে যেন কোনও বিতর্ক তৈরি না হয়। ছ-মাসের বেশি যাদের আর চাকরির মেয়াদ নেই তাদের যেন বাছাই করা না হয় সিবিআইয়ের পরবর্তী অধিকর্তা হিসেবে। যার জেরেই ১৯৮৪ ব্যাচের তিন অফিসার ওয়াই সি মোদি, রাকেশ আস্তানা ও এসএস দেসালের নাম বাদ পড়ে আলোচনা থেকে।


 


 




 


শেষপর্যন্ত ১৯৮৫ আইপিএস ব্যাচের অফিসার রাজেশ চন্দ্র ও ১৯৮৬ ব্যাচের অফিসার ভিএসকে কৌমুদিকে টেক্কা দিয়ে সিবিআইয়ের অধিকর্তা পদে নিযুক্ত হলেন সুবোধ কুমার জয়সওয়াল।