ক্যানসারে প্রয়াত প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Oct 2020 12:33 PM (IST)
আজ সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
কলকাতা: প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার ও প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। একাধিক সমস্যা নিয়ে গত ১০ অক্টোবর তিনি ভর্তি হন অ্যাপোলো হাসপাতালে। সুকুমারবাবুর ক্যান্সারের চিকিৎসাও চলছিল। আজ বেলা সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়। ঝাড়গ্রামের দুবারের বিধায়ক ছিলেন সুকুমার। তিন বছর ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রীর দায়িত্বে।