নয়াদিল্লি: এশিয়া কাপের আগে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে চর্চার অন্ত ছিল না। তবে এশিয়া কাপে ভারতীয় দল ব্যর্থ হলেও, ব্যক্তিগতভাবে কোহলি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন। নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম শতরানও এশিয়া কাপেই সেরে ফেলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টে ভারতের শেষ ম্যাচে ৬৬ বলে ১২২ রানের ইনিংস খেলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) তাঁর দিকেই সকলের নজর।
শট নির্বাচনে উন্নতি
বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar), বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন। গাওস্করের মতে কোহলির সাম্প্রতিক সময়ে শট নির্বাচনে আমূল বদল ঘটেছে। তাই বিশ্বকাপেও প্রাক্তন ভারতীয় অধিনায়কের ব্যাটে বড় রান আসার সম্ভাবনা প্রবল। গাওস্কর বলেন, 'বড় ম্যাচের সময় বরাবরই বড় খেলোয়াড়রা পারফর্ম করার জন্য সামনে এগিয়ে আসেন। এশিয়া কাপ থেকে ওর (কোহলির) শট নির্বাচন অনেকটা উন্নত হয়েছে। তার আগে ও রান পাচ্ছিল না। ওর শট নির্বাচনেও কিছু খামতি দেখা যাচ্ছিল। বাইরের বলে বারবার আউট হচ্ছিল কোহলি। ভাগ্যও সহায় ছিল না। ব্যাটের বাইরের কোণা, ভিতরের কোণায় বল লাগা থেকে, অনবদ্য বলে বারবার আউট হতে হচ্ছিল কোহলিকে। তবে এশিয়া কাপের পর থেকে সেই বিষয়টায় আমূল বদল ঘটেছে। ও জানে কোন সময় কী শট খেলতে হবে।'
গাওস্করের ভবিষ্যদ্বাণী
এই শট নির্বাচনে উন্নতি ঘটেছে বলেই গাওস্করের ভবিষ্যদ্বাণী, 'যে ধারাবাহিকতার সঙ্গে ও এশিয়া কাপে খেলেছে, তা থেকেই আমাদের মনে হচ্ছে এই বিশ্বকাপেও ও প্রচুর রান করবে।' রবিবার, মেলবোর্নে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তানের বিরুদ্ধে নেমে পড়বে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এর মধ্যেই বড় ঘোষণা। শুধুমাত্র টিভি বা ফোনের পর্দায় নয়, মাল্টিপ্লেক্সের বড় পর্দায়ও এবার ভারতের বিশ্বকাপ অভিযান সরাসরি দেখতে পারবেন অনুরাগীরা। কলকাতার জনগণ একাধিক স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচগুলি দেখতে পারবেন।
মাল্টিপ্লেক্স চেন আইনক্স কলকাতায় একাধিক স্থানে নিজেদের হলে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলি সরাসরি দেখাবে। কোথায় কোথায় বড় পর্দায় ম্যাচগুলি দেখা যাবে? কোয়েস্ট মল, সাউথ সিটি এবং ফোরাম মলে আইনক্স ভারতীয় দলের ম্যাচগুলি দেখাবে। আইনক্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁরা আইসিসির সঙ্গে এই ম্যাচগুলি সম্প্রচার করার জন্য এক বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে। ২৩ অক্টোবর, রবিবার ভারত-পাকিস্তানের ম্যাচসহ গ্রুপ পর্বে ভারতের সবকয়টি ম্যাচই বড় পর্দায় দেখানো হবে।
আরও পড়ুন: