নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লি জুড়ে আপের বিক্ষোভ। পুলিশের হাতে আটক একাধি আপ কর্মী-সমর্থক। বিজেপি কর্মীরাও ভাইবোন, ঘৃণা করবেন না, জেল থেকে বার্তা দিল্লির মুখ্যমন্ত্রীর। আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ঘিরে ভোটের মুখে তপ্ত জাতীয় রাজনীতি। দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন আপ সমর্থকরা। 


আবগারি দুর্নীতির মামলায় ধৃত, অরবিন্দ কেজরিওয়ালকে ৬ দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে দিল্লির আদালত। শুক্রবার আদালতে, দিল্লির মুখ্য়মন্ত্রীকে দুর্নীতির কিংপিন এবং মূল ষড়যন্ত্রকারী বলে দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি তারা আরও চাঞ্চল্য়কর দাবি করে, কয়েকজন মদ ব্য়বসায়ীর কাছে ১০০ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন আম আদমি পার্টির নেতারা। ঘুষ হিসেবে পাওয়া ৪৫ কোটি টাকা তাঁরা কাজে লাগান গোয়ার ভোট প্রচারে।


Sunita Kejriwal Statement:  অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর থেকেই সারা দেশে বিক্ষোভ দেখাচ্ছেন আপ সমর্থকরা।  দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির  জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারের পর মানুষের উদ্দেশে একটি চিঠি লিখেছেন। এই চিঠি পড়ে তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, জেল  থেকেই কেজরিওয়াল সরকার পরিচালনা করবেন। সুনিতা কেজরিওয়াল আবেগাপ্লুত হয়ে অরবিন্দ কেজরিওয়ালের বিবৃতি পড়ার সময় বলেন, "বিজেপি সমর্থকদের ঘৃণা করবেন না, তাঁরাও আপনার ভাই এবং বোন।"  


তিনি আরও বলেন, 'আমি আমার পূর্ববর্তী জীবনে অবশ্যই কিছু ভাল কাজ করেছিলাম, তাই ভারতের মতো একটি মহান দেশে জন্মগ্রহণ করেছি । আমাদের একসঙ্গে ভারতকে আবার মহান করতে হবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও এক নম্বর দেশ হিসেবে গড়ে তুলতে হবে ভারতকে। ভারতের ভেতরে ও বাইরে অনেক শক্তি রয়েছে যা ভারতকে দুর্বল করে দিচ্ছে।' 


দিল্লিবাসীর উদ্দেশে সুনিতা কেজরিওয়াল বলেছেন, 'আমাদের সচেতন হতে হবে।  এই শক্তিগুলিকে চিনতে হবে। এই শক্তিগুলোকে পরাজিত করতে হবে। ভারতে অনেক মানুষ আছেন, যাঁরা দেশপ্রেমিক এবং ভারতকে এগিয়ে নিয়ে যেতে চান। আমাদের এই শক্তিগুলির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে এবং তাঁদের আরও শক্তিশালী করতে হবে। দিল্লিতে আমার মা ও বোনেরা নিশ্চয়ই ভাবছেন যে কেজরিওয়াল ভিতরে চলে গেছে, আমরা হাজার টাকা পাব কি না জানি না। আমি সকল মা-বোনদের বলব,  তাঁদের ভাই ও ছেলের প্রতি আস্থা রাখুন।' 


অরবিন্দের স্ত্রী আরও বলেন, 'এমন কোনও জেল নেই যা আপনাদের ভাই এবং ছেলেকে বেশিক্ষণ ভিতরে রাখতে পারে। আমি শীঘ্রই বেরোব এবং আমার প্রতিশ্রুতি পূরণ করব। আজ পর্যন্ত কি কখনও এমন হয়েছে যে কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন এবং তা পূরণ হয়নি? আপনাদের ভাই ও আপনাদের ছেলে লোহা দিয়ে তৈরি। খুব শক্তিশালী। আমার শুধু একটা অনুরোধ আছে একবার মন্দিরে গিয়ে আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন।  কোটি মানুষের শুভেচ্ছা আমার সঙ্গে আছে। এটাই আমার শক্তি'  






 


আরও পড়ুন :                  


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ