নয়াদিল্লি: MGNREGA প্রকল্পে বকেয়া মজুরি (Pending Payments) সংক্রান্ত মামলায় কেন্দ্রকে (Centre) নিজের অবস্থান জানাতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। 'স্বরাজ অভিযান' নামে একটি রাজনৈতিক দল ওই মামলা দায়ের করেছে। মামলাকারীর তরফে আইনজাবী প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতের কাছে জানান,  MGNREGA প্রকল্পে মজুরি বাবদ প্রায় ১৩ হাজার কোটি টাকা মেটানো বাকি কেন্দ্রের। তার পরই কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চায় সুপ্রিম কোর্ট।

  


কেন মামলা?
গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় 'স্বরাজ অভিযান' -কে বিচারপতি অজয় রস্তোগির নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি মেনশন করার অনুমতি দেন। তখনই প্রশান্ত ভূষণ বলেন, 'সেই সমস্ত শ্রমিক যাঁরা কাজ করা সত্ত্বেও গত ১৫ মাস ধরে মজুরি পাননি, তাঁদের হয়ে এই মামলা করেছি।' তাঁর আরও অভিযোগ, 'যাঁরা কাজ করতে চান, সরকার স্রেফ টাকা নেই, এই যুক্তি দেখিয়ে তাঁদের কাজ দিচ্ছে না। যদিও সংশ্লিষ্ট আইন অনুযায়ী, প্রত্যেক বছরে ন্যূনতম ১০০টি কর্মদিবস তাঁদের পাওয়ার কথা। চাহিদা মাথায় রেখেই এই প্রকল্পের কথা ভাবা হয়েছিল।'  'স্বরাজ অভিযান'-র তরফে আরও দাবি, প্রকল্প-খাতে পর্যাপ্ত বাজেট ও মজুরি ঠিকঠাক দেওয়ার ব্যাপারে নির্দেশিকাও দিয়েছে সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও উল্লেখ করেন প্রশান্ত ভূষণ। কেন্দ্র যে রাজ্যস্তরে দুর্নীতির অভিযোগে MGNREGA প্রকল্পে পাওনা টাকা দেওয়া বন্ধ করেছে, সে কথাও উল্লেখ করেন আইনজীবী। তাঁর প্রশ্ন, 'দুর্নীতির অভিযোগ থাকলে কেন্দ্র নিশ্চয়ই তার তদন্ত করবে। কিন্তু যাঁরা এর মধ্যেই কাজ করেছেন, তাঁদের মজুরি কী ভাবে আটকে থাকে?' এর পরই সুপ্রিম কোর্ট অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কে এম নটরাজকে বিষয়টি নিয়ে কেন্দ্রের অবস্থান জানাতে বলে। মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা জুলাই মাসে। 


বঞ্চনার অভিযোগ...
কেন্দ্র যে একশো দিনের কাজের টাকা দেয় না, সে ব্যাপারে বার বার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারির গোড়াতেও তিনি বলেন, '১০০ দিনের টাকা দিতে হবে। আমরা ভিক্ষে চাই না, এটা আমাদের পাওনা টাকা । দুয়ারে সরকারের মাধ্যমে আমরা প্রচুর লোককে সাহায্য করেছি ।  বামফ্রন্ট একটা ঋণের ভান্ডার দিয়ে গেছে , সেটাও শোধ করতে হচ্ছে।' মার্চের শেষ দিকে এক সুর শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কথা। তিনি বলেন, 'প্রয়োজনে একশো দিনের কাজ নিয়ে তদন্ত করান। কিন্তু রাজ্য়ের পাওনা টাকা দিয়ে দিন।' সঙ্গে হুঁশিয়ারি, বঞ্চনার অভিযোগে আন্দোলনকে দিল্লির দরবার পর্যন্ত পৌঁছে দেওয়া হবে!


আরও পড়ুন:সুরাত আদালতে ফের ধাক্কা রাহুলের, মোদি-পদবি বিতর্কে সাজার নির্দেশে বজায় সাজা