নয়াদিল্লি: কোভিডে বাবা-মা হারা অনাথ শিশুদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিষয়ে বিশদে জানতে চাইল সুপ্রিম কোর্ট। অনাথ শিশুদের দেখভালের ক্ষেত্রে কেন্দ্রের কর্মপদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা নিতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। কেন্দ্রের পাশাপাশি কোভিডকালে অনাথ শিশুদের তথ্য আপডেট করতে বলা হয়েছে রাজ্য সরকারগুলিকেও। 


মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে ওঠে কোভিডে অনাথ শিশু সম্পর্কিত মামলা। সোমবার যা নিয়ে শুনানির কথা বলেন দুই বিচারপতি। তাঁরা জানান, এই বিষয়ে তেলাঙ্গানা, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গুজরাত , রাজস্থান , উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ডের কেসগুলি দেখবেন তাঁরা। বিচারপতিদের মতে , এই ১০ রাজ্যে কোভিডে অনাথ হওয়া বেশিরভাগ শিশুর অভিভাবকই ছিলেন পরিবারে একমাত্র রোজগেরে। 


গত শনিবার দেশে কোভিডে অভিভাবকহীন শিশুদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিমে এই অনাথ শিশুদের সাহায্য করা হবে। এমনকী এই শিশুদের বয়স ২৩ বছর হলে সরকার থেকে থোক ১০ লক্ষ টাকা করে প্রত্যেককে দেওয়া হবে।


প্রাধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, কোভিকালে অনাথ শিশুদের জন্য তাদের নামেই ফিক্সড ডিপোজিট খোলার ব্যবস্থা হচ্ছে। পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিমে এই অ্যাকাউন্টগুলিতে টাকা রাখা হবে। ১০ লক্ষ টাকা জমাতে একটা বিশেষ স্কিমের মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করবে সরকার। ১৮ বছরের পর থেকে এই টাকা প্রতি মাসে স্টাইপেন্ড রুপে পাবে এই শিশুরা। পরবর্তীকালে ২৩ বছর হলে থোক ১০ লক্ষ টাকা নিজের ব্যক্তিগত খরচের জন্য তাদের দেবে সরকার। যা ওই ফিক্সড ডিপোজিট থেকেই দেওয়া হবে।


গত শুক্রবারই দেশের কোভিডকালে অনাথ শিশুদের দেখভাল নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে, অবিলম্বে রাজ্যের অনাথ শিশুদের সাহায্যের ব্যবস্থা করুন। অভিভাবকহীন হয়ে অনেকেই হয়ত রাস্তায় অভুক্ত রয়েছে। কোর্টের পরবর্তী অর্ডার শোনার জন্য অপেক্ষা না করে কাজ করুন।


করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যা। সরকারি সূত্র বলছে, দেশে কোভিডের ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে শিশুদের ওপর। ইতিমধ্যেই মহামারীতে অভিভাবহীন হয়েছে ৫৭৭ জন শিশু। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, কোভিড মহামারীর জেরে দেশে প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ মানুষ। আমেরিকা, ব্রাজিলের পর বিশ্বে সবথেকে বেশি কোভিডে মৃতের সংখ্যা ভারতে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কোভিডে মৃতের এই ডেটা পেয়েছে সরকার। সূত্রের খবর, কোভিডে বাবা-মাকে হারিয়ে এখন এইসব অনাথ শিশুরা তাদের আত্মীয় বা পরিচিতদের কাছেই রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে এই অনাথ শিশুদের বিষয়ে খবর রাখছে কেন্দ্র।