নয়া দিল্লি : সুপ্রিয়া সুলে (Supriya Sule) ও প্রফুল পটেলকে (Praful Patel) দলের কার্যকরী সভাপতি ঘোষণা করলেন NCP (Nationalist Congress Party) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। দলের ২৫তম প্রতিষ্ঠা দিবসে এই ঘোষণা করা হয়। ১৯৯৯ সালে পি এ সাংমাকে নিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা করেন পাওয়ার।


দলের অন্যতম মুখ অজিত পাওয়ারের উপস্থিতিতেই এই ঘোষণা করেন পাওয়ার। প্রসঙ্গত, পাওয়ার-কন্যা সুপ্রিয়া বারামতির সাংসদ । এই মুহূর্তে তাঁর বয়স ৫৩ বছর। অন্যদিকে, ৬২-র প্রফুল পটেল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী।


গত ২ মে বর্ষীয়ান রাজনীতক শরদ পাওয়ার নিজের আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠানে দলের জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন। যদিও তিন দিন পর তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। তিনি জানান, তিনি পদত্যাগ করায় গোটা দেশজুড়ে দলের ক্যাডার এবং নেতাদের মধ্যে যে তীব্র আবেগ তৈরি হয়েছে, তাকে সম্মান জানিয়ে তিনি পদত্যাগ প্রত্যাহার করে নিচ্ছেন। সেই সময়ই দলের কার্যকরী সভাপতি নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়। যাঁরা পাওয়ারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন।


পাওয়ার বলেন, "আমি যদিও দলের সভাপতি হিসাবে কাজ চালিয়ে যাচ্ছি, তবুও যে কোনও পদের জন্য উত্তরসূরির পরিকল্পনা করা উচিত। ভবিষ্যতে, আমি নতুন নেতৃত্ব তৈরি করে দলের সাংগঠনিক পরিবর্তনের দিকে নজর দেব।"


কার্যকরী সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রফুল পটেল বলেন, "পাওয়ার সাহেবের সঙ্গে ১৯৯৯ সাল থেকে কাজ করছি। কাজেই, এটা আমার কাছে নতুন কিছু নয়। তবে, কার্যকরী সভাপতির বর্ধিত দায়িত্ব পেয়ে আমি খুশি। দলের ছাপ বাড়ানোর জন্য আমি কাজ করে যাব।"


উল্লেখ্য, প্রফুল পটেলকে মধ্য প্রদেশ, গুজরাত, রাজস্থান, ঝাড়খণ্ড, গোয়া এবং রাজ্যসভার ইনচার্জও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, সুপ্রিয়া সুলে মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাবের NCP বিষয়ক ইনচার্জ থাকবেন। এছাড়া মহিলা, যুব, ছাত্র ও লোকসভার দায়িত্বও সামলাবেন।


এপ্রসঙ্গে NCP নেতা ছগন ভুজবল বলেন, "ওঁদের কার্যকরী সভাপতি করা হয়েছে, যাতে ভোটের কাজ, রাজ্যসভা ও লোকসভার কাজ ভাগ করে নেওয়া যায়। ওঁদের ঘাড়ে দায়িত্ব আরও চাপানো হয়েছে, কারণ ২০২৪-এর লোকসভা ভোট কাছে চলে এসেছে।"


আরও পড়ুন ; শরদ পাওয়ারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের দ্বারস্থ NCP