নয়াদিল্লি: পরিবারে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে তিনি দেশে ফিরে এসেছেন। আইপিল টুর্নামেন্ট না খেলে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে ফিরে এসে প্রাথমিকভাবে এমনটাই জানান বাঁ হাতি তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। মুখে যতই ব্যক্তিগত কারণ দেখিয়ে রায়না ফিরে আসুন,আসলে ফিরেছেন করোনার ভয়ে, এমনটাও অনেকে জল্পনা শুরু করে দিয়েছিলেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে তিনি টুইট করে জানিয়েছেন, ‘পিসেমশাইয়ের পর মৃত্যু হয়েছে এক তুতো ভাইয়েরও। এমন জঘন্য অপরাধীদের খুঁজে বের করার জন্য আমি পঞ্জাব পুলিশকে অনুরোধ জানাচ্ছি। দৃষ্টি আকর্ষণ করছি পঞ্জাবের মুখ্যমন্ত্রীরও।‘ পঞ্জাবের পাঠানকোটে রায়নার পরিবারের ওপর ভয়ানক হামলা হয়েছে। দুষ্কৃতীদের হাতে রায়নার পিসেমশাইয়ের মৃত্যু হয়েছে এবং পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন।


রায়নার ট্যুইটের পরই মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) ঘটনার তদন্ত করবে বলে ঘোষণা করেছেন। তিনি রায়নাকে ট্যুইট করে বলেছেন, পঠানকোটে রায়নার আত্মীয়দের ওপর নারকীয় হামলার নিন্দা করছি। ঘটনার সিট তদন্তের নির্দেশ দিয়েছি, পঞ্জাব পুলিশের ডিজিপিকে বলেছি, অপরাধীদের যত দ্রুত সম্ভব চিহ্নিত ও গ্রেফতার করতে। বেটা, আমার ডিসি, এসএসপি ওই পরিবারের সঙ্গে দেখা করেছন, অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে,এটা সুনিশ্চিত করব।

রায়না টুইটারে লিখেছেন, ‘পঞ্জাবে আমার পরিবারের সঙ্গে যা ঘটেছে, তাকে ভয়ঙ্কর বলাও যথেষ্ট নয়। আমার পিসেমশাইকে হত্যা করা হয়েছে। আমার পিসি ও তুতো ভাইরা আহত হয়। বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আমার তুতো ভাই গত রাতে মারা গিয়েছে। আমার পিসি অত্যন্ত অশঙ্কাজনক অবস্থায় লাইফ-সাপোর্টে রয়েছেন।’


পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং তাঁর সচিবালয়কে ট্যাগ করে রায়না আরও লেখেন, ‘আজ পর্যন্ত আমরা জানি না, সেই রাতে ঠিক কী ঘটেছিল এবং কারা এটা করেছে। আমি পঞ্জাব পুলিশকে অনুরোধ করছি বিষয়টিতে নজর দেওয়ার। আমাদের এটা জানার অধিকার আছে, কারা ওদের সঙ্গে এমন জঘন্য কাজ করেছে। এইসব অপরাধীকে আরও অপরাধ করে বেড়াতে দেওয়া উচিত নয়।’