CBI Investigation for SSR Case: সুশান্ত-মৃত্যু মামলার তদন্তভার সিবিআই-এর হাতে, 'ইশ্বরকে ধন্যবাদ আমাদের প্রার্থনায় সাড়া দেওয়ার জন্য', প্রতিক্রিয়া দিদি শ্বেতার
Sushant Singh Death Case, CBI to Investigate: সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুশান্তের বাবার আবেদনের ভিত্তিতে বিহারে যে এফআইআর দায়ের হয়েছে, তা বৈধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
19 Aug 2020 01:04 PM
এটা সুশান্ত সিংহ রাজপুতের গোটা পরিবারের জয়।
দেশের হয়ে সেঞ্চুরি করার সময় যেমন আনমন্দ পাই, আজ ঠিক তেমনই আনন্দ পেয়েছি। সত্য ঠিক বেরিয়ে আসে। আমি সেটাই বলেছি, যেটা আমার ঠিক মনে হয়েছে।
সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে লেখেন, ন্যায়বিচার হল সত্য কর্ম। সত্যের জয়।
কঙ্গনা রানাউত তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, মনুষত্বের জয় হল। সকল এসএসআর-যোদ্ধাদের অভিনন্দন। প্রথমবার আমি সম্মিলীত চেতনার প্রচণ্ড শক্তি অনুভব করেছি। দারুন।
সুপারস্টার অক্ষয় কুমার লেখেন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় সিবিআইকে তদন্তভার দিয়েছে সুপ্রিম কোর্ট। আশা করি সত্যের জয় হবে।
প্রবীণ অভিনেতা অনুপম খের লেখেন, জয় হো...জয় হো।
শেখর সুমন লেখেন, সকলকে অনেক অভিনন্দন। মাননীয় সুপ্রিম কোর্ট সুশান্ত সিবিআই তদন্তের-এর পক্ষে রায় দিয়েছে। খুশি।
সুশান্তের দিদি শ্বেতা সিংহ কির্তী বলেন, অবশেষে সুশান্তের জন্য সিবিআই। ইশ্বরকে ধন্যবাদ আমাদের প্রার্থনাকে উত্তর দেওয়ার জন্য। তবে এটা সবে শুরু। সত্যের রাস্তায় প্রথম ধাপ। সিবিআই-এর ওপর পূর্ণ আস্থা। সুশান্তের শুভান্যুধায়ীদের অভিনন্দন। বিজয় ও নিরপেক্ষ তদন্তের প্রথম ধাপ।
সুপ্রিম কোর্টের রায় আসার পর থেকেই বলিউড থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি ও মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে দিল সুপ্রিম কোর্ট। আজ ওই মামলার ৩৫ পাতার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিহার সরকারের সিবিআই তদন্ত চেয়ে আবেদন করার এক্তিয়ার রয়েছে। এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুশান্তের বাবার আবেদনের ভিত্তিতে বিহারে যে এফআইআর দায়ের হয়েছে, তা বৈধ। মুম্বই পুলিশকে তদন্তের নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ওই এফআইআর এর ভিত্তিতে তদন্ত পটনা থেকে মুম্বইয়ে সরানোর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেই মামলাতেই রায় দিল সুপ্রিম কোর্ট। গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্তের মৃতদেহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -