পটনা: ১৪ তারিখ মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে আত্মহত্যা করেছেন সুশান্ত সিংহ রাজপুত। ১৫ জুন তাঁর শেষকৃত্য হয়েছে। তাঁর পরিবারের কাছের লোকেরা জানিয়েছেন, শ্রাদ্ধ হবে ২৬ তারিখ, পটনার রাজীবনগরে। শোনা যাচ্ছিল, ২৫ তারিখ গঙ্গায় বিসর্জন করা হতে পারে অস্থি কলস বা ২৭ তারিখ শ্রাদ্ধের ভোজনের পরেও হতে পারে। তাঁর বোন আজ টুইটারে জানিয়েছেন, আজই তাঁর অস্থি বিসর্জন হবে। ১৫ তারিখ মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে সুশান্তের বাবা তাঁর মুখাগ্নি করেন। ছিলেন দিদি আর কাকা। বিদেশে থাকার কারণে আসতে পারেননি আর এক দিদি শ্বেতা সিংহ। ৫ ভাইবোনের মধ্যে সব থেকে ছোট সুশান্ত। তাঁর এক জামাইবাবু হরিয়ানা ক্যাডারের আইপিএস। খুড়তুতো ভাই বিহারের বিজেপি বিধায়ক, বৌদি বিধান পরিষদের সদস্য। সুশান্তের আত্মহত্যায় শোকে ডুবে তাঁর পরিবার। পেশাদার জীবনের সঙ্গে ব্যক্তিগতভাবেও ভাল ছিলেন না সুশান্ত। কেরিয়ারের শুরুতে ৬ বছর তিনি সম্পর্কে ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে। তারপর তিনি জড়িয়ে পড়েন কৃতী শ্যানন, সারা আলি খানের সঙ্গে। শেষমেষ তাঁর সঙ্গে জড়িয়ে যায় রিয়া চক্রবর্তীর নাম। শোনা যাচ্ছিল, নভেম্বরে তাঁদের বিয়ে ঠিক হলেও রিয়া সম্পর্কে ভাঙতে চাইছিলেন।