মুম্বই: প্রিয় তারকার পথেই হাঁটল সে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুশোক কাটাতে না পেরে আত্মহত্যা করল তাঁর এক ১৪ বছরের অনুরাগী।  নাগপুরের জারিপটকার বাসিন্দা ওই কিশোর সুশান্তের মতই গলায় দড়ি দিয়েছে। মৃতের নাম নয়ন মাগনানি। ক্লাস নাইনে পড়ত সে। বুধবার রিপটকার হেমু কলোনি চকের বাড়ি থেকে সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত উদ্ধার হয়। জানা গিয়েছে, সুশান্তের মৃত্যুর খবর আসার পর থেকেই অবসাদে ভুগছিল সে। তার বাড়ির লোক ওই খবর থেকে তার নজর ঘোরানোর চেষ্টা করেছিলেন, তাকে টিভি দেখতেও বারণ করা হয়েছিল। বাড়ি থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি, দুর্ঘটনার জেরে মৃত্যুর মামলা দায়ের করেছে জারিপটকা থানার পুলিশ। ১৪ তারিখ বান্দ্রার বাড়ি থেকে সুশান্তের দেহ উদ্ধার হয়। তিনিও গলায় দড়ি দিয়েছিলেন।