মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের ভগ্নীপতি বিশাল কীর্তি জানিয়েছেন, তিনি একটি ওয়েবসাইট করতে চলেছেন, যা ছবিগুলিকে রেটিং দেবে, বলে দেবে, তাতে কতটা স্বজনপোষণ হয়েছে। এর নাম তিনি দিয়েছেন নেপোমিটার। আলিয়া ভট্টের আগামী ছবি সড়ক ২ তাঁর নেপোমিটারে ৯৮% নেপোটিস্টিক আখ্যা পেয়েছে।

টুইটারে বিশাল কীর্তি জানিয়েছেন এ কথা। তাঁর নেপোমিটার প্রতিটি ছবিতে ৫টি বিভাগে বিচার করবে, দেখবে, ছবির কতজন শিল্পী প্রভাবশালী পরিবারের লোক বা প্রভাবশালী কারও সঙ্গে বোঝাপড়া রয়েছে। ওয়েবসাইটটি এখনও কাজ শুরু করেনি, আশা করা হচ্ছে,শিগগিরই তৈরি হয়ে যাবে। এক টুইটে নেপোমিটারের হ্যান্ডল জানিয়েছে,সড়ক ২ ৯৮% নেপোটিস্টিক। ৫টি বিভাগে ছবিটিকে রেটিং দেওয়া হয়েছে- প্রযোজক, মূল শিল্পী, সহ শিল্পী, পরিচালক ও লেখক। দেখা যাচ্ছে, ৫-এর মধ্যে ৪ বিভাগেই বলিউডের প্রভাবশালী পরিবারগুলির সদস্যরা যুক্ত। অর্থাৎ #নেপোমিটার বেশ উঁচু, এবার #বয়কটবলিউড-এর সময়।



এর আগে এই হ্যান্ডল তার প্রথম টুইটে বলে, বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে তথ্য দিয়ে লড়ুন। আমরা রেটিং দিয়ে জানাব, কোন ছবিতে কতটা স্বজনপোষণ হয়েছে বা কতটা স্বাধীনভাবে তা তৈরি করা গিয়েছে। এবার স্বজনপোষণ বয়কট করার সময়।


এই টুইটার হ্যান্ডলের ইতিমধ্যেই ১০,০০০-এর বেশি ফলোয়ার হয়ে গিয়েছে। সাইটটি তৈরি করেছেন বিশালের ভাই, সদ্য প্রয়াত সুশান্তের স্মৃতিতে।