গতকাল পটনার গঙ্গায় সুশান্তের অস্থিভস্ম বিসর্জন দিয়েছে তাঁর পরিবার। সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েছে তার কুকুর, ছবি পোস্ট করলেন বন্ধু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2020 08:29 AM (IST)
গতকাল পটনার গঙ্গায় সুশান্তের অস্থিভস্ম বিসর্জন দিয়েছে তাঁর পরিবার।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু হতবাক করে দিয়েছে গোটা দেশকে। তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন প্রাণখোলা হাসি মুখের মৃত যুবকের ছবি-ভিডিও। তবে একজন না পারছে নিজের শোক প্রকাশ করতে, না পারছে সুশান্তকে ছাড়া বেঁচে থাকার চেষ্টা করতে। সে হল তাঁর কুকুর ফাজ। সুশান্তকে এখনও সারা বাড়ি খুঁজে চলেছে সে। বিগ বস ১০ জয়ী মনবীর গুর্জর ফাজের ছবি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, কালো ল্যাব্রাডরটি বসে আছে এক কোণে। কেউ তাকে একটা ফোন দিয়েছেন, তাতে রয়েছে সুশান্তের ছবি। মনবীর লিখেছেন, ভাই সুশান্ত, আর কেউ না হোক, এ তো তোমার মূল্য জানত!