কলকাতা: বিমা উঠে পড়েছিলেন যাত্রীরা। তোলা হয়ে গিয়েছিল মালপত্রও। কিন্তু তার পরও বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে রইল IndiGo-র বিমান। মৌমাছির আক্রমণে মাটি ছেড়ে উড়তেই পারল না বিমানটি। জিনিসপত্র রাখা হয় যেখানে, সেই দরজাই বন্ধ করতে পারলেন না কেউ। শেষে দমকলকে ছুটে আসতে হল। মৌমাছি তাড়াতে রীতিমতো কালঘাম ছুটল সকলের। নির্ধারিত সময়ে আকাশে উড়তে পারল না বিমানটি। (IndiGo Flight)
মঙ্গলবার সকালে গুজরাতের সুরত বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। সুরত থেকে রাজস্থানের জয়পুর যাচ্ছিল বিমানটি। ভোর ৪টে বেজে ২০ মিনিটেই আকাশে ওড়ার কথা ছিল বিমানটির। সেই মতো মালপত্র তোলা হয়ে গিয়েছিল। বিমানে নিজ নিজ আসনেও বসে পড়েছিলেন যাত্রীরা। কিন্তু বিমানটি আকাশে ওড়ার কিছু মুহূর্ত আগে বিপত্তি বাধে। মৌমাছিল দল ছেঁকে ধরে বিমানটিকে। (Bees Disrupt IndiGo Flight:)
বিমানের যে অংশে মালপত্র তোলা হয়, তার দরজাটি বন্ধ করা বাকি ছিল। উড়ানের ঠিক আগেই সেই দরজাটি ছেঁকে ধরে মৌমাছির দল। মুষ্টিমেয় কিছু নয়, ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে ছেঁকে ধরে বিমানের দরজাটি। পরিস্থিতি এমন হয় যে বিমানবন্দরের কর্মীরা পর্যন্ত ভয়ে দরজার কাছে পৌঁছতে পারছিলেন না। সেই অবস্থায় আকাশে ওড়ারও উপায় ছিল না বিমানটির।
সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যায়, বিমানটির দরজার উপর ভন ভন করছে মৌমাছির দল। দূর থেকে সেই দৃশ্য দেখছেন বিমানবন্দরের কর্মীরা। মৌমাছি তাড়াতে প্রথমে ধোঁয়া ব্যবহার করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু ধোঁয়ার পরোয়াই করছিল না মৌমাছির দল। বাধ্য হয়ে এর পর ডাকা হয় দমকল বাহিনীকে। মৌমাছি ছেঁকে ধরা ওই দরজা লক্ষ্য করে জল ছুড়তে শুরু করে দমকল।
কিন্তু তাতে কার্যত হুলস্থুল পড়ে যায়। জল দেখে আরও মৌমাছি এসে জড়ো হয়। বিমানবন্দরের কর্মীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন। আশঙ্কিত হয়ে পড়েন বিমানে সওয়ার যাত্রীরাও। এভাবে প্রায় এক ঘণ্টা চলার পর, মৌমাছির কবল থেকে মুক্তি পায় বিমানটি। তবে তত ক্ষণে বেজে গিয়েছে ৫টা ২৬। ওই এক ঘণ্টা বিমানের মধ্যেই আটকে ছিলেন যাত্রীরা। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
সুরত বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথম সেখানে এমন ঘটনা ঘটল। আগামী দিনে যাতে এমন কিছু না ঘটে, তার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে, মুম্বই থেকে বরেলী যাওয়ার পথেও মৌমাছির আক্রমণের শিকার হয় IndiGo-র একটি বিমান। প্রায় ২.৩০ ঘণ্টা পর বিমান আকাশে ওড়ে সেবার। পরে জানা যায়, যাত্রীরা বিমানে ওঠার পরই মৌচাকটি আবিষ্কার করা হয়।