নয়াদিল্লি: স্বাতী মালিওয়ালের অনশন বলপূর্বক ভাঙালেন চিকিৎসকেরা। শারীরিক অবনতি হওয়ার কারণে রবিবার হাসপাতালে ভর্তি করা হয় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে। সেখানে জোর করেই তাঁর শরীরে আইভি(ইন্ট্রাভেনাস) প্রয়োগ করা হয়। প্রবল আপত্তি করেছিলেন স্বাতী। কিন্তু, তাঁর শারীরিক অবস্থা বিচার করে চিকিৎসকেরা সেই ঝুঁকি নেননি। অবশেষে ১৩ দিনের মাথায় থামল স্বাতীর অনির্দিষ্টকালের অনশন। এর আগে, এদিন সকালে দিল্লির যন্তর মন্তরে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন দিল্লি মহিলা কমিশনের প্রধান। অনশন মঞ্চেই সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে নিয়ে যাওয়া হল এলএনজেপি হাসপাতালে। দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত ১৩ দিন ধরে অনির্দিষ্টকালের জন্য যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন স্বাতী মালিওয়াল। স্বাতীর দাবি, ৬ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ধর্ষণে অভিযুক্তদের ফাঁসিতে ঝোলাতে হবে, অবিলম্বে দেশ জুড়ে কার্যকর করতে হবে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় পাস হওয়া দিশা আইন।
শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ‘আইভি’ প্রয়োগ চিকিৎসকদের, অনির্দিষ্টকালের অনশনে ইতি স্বাতী মালিওয়ালের
Web Desk, ABP Ananda | 15 Dec 2019 09:28 AM (IST)