নয়া দিল্লি: ভয়ঙ্কর এক দৃশ্য দেখল বিশ্ব। মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে হাসপাতালে কর্মীরা। মাথায় বন্দুক ঠেকানো। রবিবার দক্ষিণ সিরিয়ার একটি হাসপাতালের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া ভিডিওটিতে, মেডিকেল পোশাক পরা একদল লোককে সশস্ত্র লোকদের সামনে হাঁটু গেড়ে থাকতে দেখা যাচ্ছে। একজনকে ধরে মাথায় আঘাত করা হচ্ছে যেন তাকে আটক করা হচ্ছে। সে একজন বন্দুকধারীর সঙ্গে লড়াই করে প্রতিরোধ করার চেষ্টা করে, তারপর একবার অ্যাসল্ট রাইফেল দিয়ে এবং তারপর আবার অন্য একজন পিস্তল দিয়ে গুলি করে।
রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) প্রকাশিত এই ভিডিওতে সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সরকারের অনুগত যোদ্ধারা একটি হাসপাতালের কর্মচারীদের হত্যা করেছে। সেই দৃশ্য দেখানো হয়েছে। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)।
ওই ভিডিও উল্লেখ করে রিপোর্টে এও বলা হয়, সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রকের সদস্য হিসেবে চিহ্নিত বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে গোটা হাসপাতালকে ঘিরে থাকতে দেখা যায়। একজন বন্দী, একজন সশস্ত্র ব্যক্তির মুখে থাপ্পড় মারার পর, তাকে পিছনে ঠেলে দিতে দেখা যাচ্ছে। খুব কাছ থেকে দুবার গুলি করা হয়েছে। ফুটেজে আরও গুলি চালানোর দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে বেশ কয়েকজন আহত ব্যক্তি মেঝেতে পড়ে যাচ্ছে।
তারিখবিহীন এই ভিডিওটি এবিপি লাইভ বাংলার তরফে যাচাই করা হয়নি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শরার সেনার মদতে শুক্রবার নতুন করে সংখ্যালঘু দ্রুজ়দের বসতি সুয়েইদা প্রদেশে হামলা শুরু করেছে সুন্নি বেদুইন জনগোষ্ঠীর জঙ্গিরা। দু’পক্ষের লড়াইয়ে বেশ কয়েক জন হতাহত হয়েছেন। এর আগে আমেরিকা, তুরস্ক ও আরব দেশগুলির মধ্যস্থতায় দ্রুজ়দের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করে সুয়েইদা থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করে নিয়েছিল সিরিয়া সরকার।