কাবুল: বদলে গেল সুর।আফগানিস্তানে ক্ষমতায় এসে নারী স্বাধীনতার কথা বলেছিল তালিবান জঙ্গিরা। এবার একেবারে উল্টো পথে হাঁটছে তালিবান। সম্প্রতি মহিলাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে তালিবানি মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে তার এই উক্তি।
রিপোর্টে বলা হয়েছে, নিরাপত্তার জন্য আফগান মহিলাদের ঘরে থাকতে বলেছে তালিবান।এ প্রসঙ্গে তালিবানের মুখপাত্র বলেছে, ''এখনও তালিবান যোদ্ধারা মহিলাদের সম্মান দেওয়ার মতো প্রশিক্ষিত হয়নি।আমাদের বাহিনী এখন নতুন। আমরা চাই না, আমাদের বাহিনী কোনও মহিলার ক্ষতি বা হেনস্থা করুক।তাই নিরাপত্তার কারণে এখন অবশ্যই ঘরে থাকা উচিত মহিলাদের।''
এই বলেই অবশ্য থেমে থাকেনি তালিবান মুখপাত্র।নিউ ইয়র্ক টাইমসকে মুজাহিদ বলেছে, ''মহিলাদের জন্য নতুন কোনও পরিকল্পনা না করা পর্যন্ত বাইরে আসা উচিত নয় তাদের। যেসব মহিলারা কাজে যেতেন, বাড়িতেই তাদের বেতন পৌঁছে দেওয়া হবে।'' আফগানিস্তানের সাম্প্রতিক অতীত বলছে, ক্ষমতায় এসেই নারীদের একলা বাইরে যাওয়ায় ছাড়পত্র দিয়েছিল তালিবান। নারীদের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যাওয়ার অনুমতি দিয়েছিল তারা। তবে হিজাব ছাড়া একলা বাইরে যাওয়ার ক্ষেত্রে এবারও আপত্তি ছিল তালিবানের।
এদিকে ,তালিবান আফগানিস্তান দখলের পর থেকেই দেশ ছাড়ার হিড়িক দেখা গিয়েছে। ভারতের নাগরিক ছাড়াও অনেক আফগান নাগরিকও ভারতে এসেছে। এই আবহে আফগানদের জন্য আপৎকালীন ই-ভিসা চালু করেছে নয়াদিল্লি। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ই-ভিসা নিয়েই ভারতে আসা যাবে।‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তাঁরা যাতে জরুরি ভিত্তিতে ভিসা পেতে পারেন সেই বন্দোবস্ত করা হয়েছে। এই ভিসার নাম e-Emergency X-Misc visa। এর মাধ্যমে আবেদন করলে দ্রুত ভিসা পেয়ে ভারতে আসা যাবে।’
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বেশিদিন যাতে আফগানিস্তানে আটকে থাকতে না হয়, তাই দ্রুত ভিসার অনুমোদন দেওয়া হচ্ছে। তবে আফগানিস্তান থেকে ভারতে ফিরলে পোলিও টিকা নেওয়া বাধ্যতামূলক বলা হয়েছে। এই বিষয়ে বিমানবন্দরকে সতর্ক করেছে স্বাস্থ্যম্ন্ত্রক। টিকা দেওয়ার জন্য বিমানবন্দরে স্বাস্থ্য দফতরের দল থাকবে, তারাই টিকা দেওয়ার কাজ করবে। টিকা নিয়ে তবেই বিমানবন্দরের বাইরে বেরানো যাবে।