নয়াদিল্লি: ব্যাঙ্ক কর্মীদের পরিবারের জন্য সুখবর। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের Indian Banks Association's (IBA)প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে শেষ তোলা বেতনের ৩০ শতাংশ পেনশন হিসাবে পাবেন ব্যাঙ্ক কর্মীদের পরিবার।
নতুন নিয়ম অনুমোদনের ফলে এবার থেকে ৩০,০০০টাকার পরিবর্তে সর্বোচ্চ ৩৫,০০০টাকা ফ্যামিলি পেনশন হিসাবে পাবে ব্যাঙ্ক কর্মীর পরিবার।এমনই জানিয়েছেন অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফিন্যান্সিয়াল সার্ভিসের সচিব দেবাশিস পান্ডা। মূলত, পাবলিক সেক্টর ব্যাঙ্ক কর্মীদের ১১তম মজুরি সংশোধনের দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ১১ নভেম্বর বিভিন্ন ইউনিয়নের সঙ্গে এই প্রস্তাবে সায় দেয় Indian Banks Association (IBA)।
অতীতে ন্যাশনাল পেনশন প্ল্যান (NPS)-এর অধীনে ব্যাঙ্ক কর্মীদের ফ্যামিলি পেনশন বৃদ্ধির প্রস্তাব দেয় সংগঠনগুলি।যেখানে বলা হয়, কর্মীদের ফ্যামিলি পেনশন বৃদ্ধির পাশাপাশি নিয়োগকারীর 'দেয়ো অর্থ' বা কন্ট্রিবিউশন বাড়ানো হোক। এদিন ব্যাঙ্ক কর্মীদের সেই প্রস্তাবে সায় দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এ প্রসঙ্গে ডিপার্টমেন্ট অফ ফিন্যান্সিয়াল সার্ভিসের সচিব দেবাশিস পান্ডা জানান, আগে টাকা তোলার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ধাপ ছিল। যেখানে প্রতি ধাপে ১৫,২০ বা ৩০ শতাংশ টাকা তুলতে পারতেন পেনশনাররা। সর্বোচ্চ ৯২৮৪ টাকা তুলতে পারতেন তাঁরা। এই সামান্য টাকার পরিমাণ বাড়াতে চেয়েছেন অর্থমন্ত্রী। যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে ব্যাঙ্ক কর্মীদের পরিবার। এখানেই শেষ নয়। ব্যাঙ্ক কর্মীদের প্রতি আরও দরাজ হয়েছে অর্থমন্ত্রক।সংগঠনের নিয়োগকারীর পেনশন কন্ট্রিবিউশনের প্রস্তাবও মেনে নিয়েছেন অর্থমন্ত্রক। এবার থেকে ন্যাশনাল পেনশন প্ল্যান(NPS)-এ ১৪ শতাংশ টাকা জমা করবে নিয়োগকারীরা। অতীতে যা ছিল ১০ শতাংশ।
সম্প্রতি পাবলিক সেক্টর ব্যাঙ্কের পারফরম্যান্স রিভিউ করতে মুম্বই যান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দুদিনের এই সফরে বুধবার ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর শোনান তিনি। দেশের বাণিজ্য নগরীতে স্মার্ট ব্যাঙ্কিংয়ের জন্য EASE 4.0 সংস্কারের এজেন্ডা তুলে ধরেন অর্থমন্ত্রী। শেষে অর্থমন্ত্রকের সিদ্ধান্তে খুশির হাওয়া ব্যাঙ্ক কর্মীদের পরিবারে। ফ্যামিলি পেনশন বৃদ্ধির ফলে উপকৃত হবেন বহু মানুষ।