চেন্নাই: গত মাসে করোনা হয়েছিল বাহুবলী-র অবন্তিকা তামান্না ভাটিয়ার। প্রচুর ওষুধপত্তর খেয়ে রোগ থেকে সেরে উঠেছেন তিনি, এখনও কাজে ফিরতে পারেননি। অসুস্থ থাকার সময় শরীরচর্চার নিয়মকানুন মানতে পারেননি বলে ওজন খানিকটা বেড়ে গিয়েছিল। তাতেই সোশ্যাল মিডিয়া মোটা বলেছে তাঁকে।

এমন সময়ে এ ধরনের কথায় দুঃখ পেয়েছেন তামান্না। লিখেছেন, এত অসংবেদনশীল আপনারা হলেন কী করে? এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অসুস্থতার সময় ক্রমাগত তাঁর মৃত্যুচিন্তা হত। তাঁর করোনার লক্ষণ অত্যন্ত প্রকট ছিল, এমন লক্ষণ, যাতে অনেকে মারা গিয়েছেন। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচিয়ে দেন, বাবা মাও সঙ্গে ছিলেন। করোনা থেকে সেরে ওঠা তাঁকে শিখিয়েছে, জীবন প্রকৃত অর্থে কত দামী।


আর যাঁরা তাঁকে মোটা বলেছেন, তাঁদের সম্পর্কে তিনি বলেছেন, অসুখে ভোগার সয় প্রচুর ওষুধ খেতে হয় ফলে কিছুটা ওজন বেড়েছিল। সে সময়কার একটা ছবি পোস্ট করায় কয়েকজন তাঁকে মোটা বলেন। তাতে তিনি বোঝেন, মানুষ কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা বেশিরভাগই দেখতে পায় না, উল্টে খুঁত খুঁজে বেড়ায়।


অগস্টে তামান্নার বাবা মা সন্তোষ ও রজনী ভাটিয়া করোনা আক্রান্ত হন। তখন তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু গত মাসে করোনা হয় তাঁরও। তামান্নাকে দেখা যাবে সুপারহিট কন্নড় ছবির তেলুগু রিমেক লাভ মকটেল-এ। এছাড়া তাঁর হাতে রয়েছে সিটিমার নামে একটি তেলুগু স্পোর্টস-অ্যাকশন ড্রামা। বলিউডে তাঁকে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে বোলে চুড়িয়াঁ ছবিতে।