হায়দরাবাদ: বাহুবলী নায়িকা তামান্না ভাটিয়া করোনা আক্রান্ত হয়েছেন। হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তিনি কোভিড-১৯ রোগাক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করেছেন তাঁর ভক্তকূল।
জানা গিয়েছে, হায়দরাবাদে একটি ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তামান্না। দ্রুত তাঁকে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। কিছু দিন ধরে এই অভিনেত্রীর করোনা উপসর্গ ছিল বলে জানা গিয়েছে। গত অগস্টে তাঁর বাবা সন্তোষ ভাটিয়া এবং মা রজনী ভাটিয়া করোনা আক্রান্ত হয়েছিলেন। সে কথা ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই জানিয়েছিলেন তামান্না। তখন অভিনেত্রী এবং তাঁর কর্মচারীরা করোনা পরীক্ষা করিয়েছিলেন, কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছিল।
বাহুবলী, হিম্মতওয়ালা, অ্যাকশন-এর মত সিনেমায় নজর কেড়েছেন তামান্না। তাঁর কোভিড সংক্রমণের খবর পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় গেট ওয়েল সুন-এর বন্যা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বলিউড এবং দক্ষিণের বেশ কয়েকজন কলাকুশলীও।
করোনা আক্রান্ত বাহুবলী-র অবন্তিকা তামান্না ভাটিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2020 09:33 AM (IST)
বাহুবলী, হিম্মতওয়ালা, অ্যাকশন-এর মত সিনেমায় নজর কেড়েছেন তামান্না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -