চেন্নাই: ভয়াবহ একটা শব্দ। মুহূর্তে ছিটকে গেল সব। মেলার মজা বদলে গেল বিষাদে। বিকট একটা বিস্ফোরণের শব্দ আর তারপর সব থমথমে। একসঙ্গে আহত হলেন বহু মানুষ। কারও হাত গেল ঝলসে, কেউ হলেন রক্তাক্ত। সোমবার কাল্লাকুরিচি জেলার মানালুরপেট্টাইতে থেনপেন্নাই নদীর ধারে উৎসবের সময় একটি হিলিয়াম গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে  মারা গেলেন একজন । আহত বহু। সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৮ জন আঘাত পেয়েছেন বিস্ফোরণে।  

Continues below advertisement

ঘটনায় শোকপ্রকাশ করেছেন এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে. পালানিস্বামী । নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সরকারের কাছে মৃতের পরিবার ও আহতদের সাহায্যের আবেদন জানিয়েছেন। একটি X- পোস্টে পালানিস্বামী লিখেছেন "কল্লাকুরিচি জেলার মানালুরপেটে আয়োজিত নদী উৎসবে বেলুন ভর্তি করার জন্য ব্যবহৃত হিলিয়াম গ্যাস সিলিন্ডার ফেটে একজনের প্রাণহানির খবর পেলাম। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আহতরা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং শীঘ্রই তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যান।" সেই সঙ্গে পালানিস্বামী রাজ্য সরকারের কাছে অবিলম্বে মৃতদের পরিবার এবং নদী উৎসব দুর্ঘটনায় আহত সকলকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আবেদন জানান। 

Continues below advertisement