টিডিএস, টিসিএস রেট কমলে হাতে টাকা আসছে ঠিকই কিন্তু করের বোঝা কমছে না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2020 10:29 AM (IST)
অ্যাডভান্স ট্যাক্সের নিয়ম অনুযায়ী টিডিএস বাদ দিয়ে আপনার সব উপার্জনের ওপর মোট কর যদি সেই আর্থিক বছরে ১০,০০০ টাকার বেশি হয়, তাহলে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। বেতন ছাড়া অন্য পেমেন্টের ক্ষেত্রে টিডিএস কাটা কমানো হলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা।
NEXT
PREV
কলকাতা: সুদ, ডিভিডেন্ড ও ভাড়ার ক্ষেত্রে টিডিএস, টিসিএস হার এই আর্থিক বছরের জন্য আজ থেকে কমিয়েছে কেন্দ্র। আরও কিছু ক্ষেত্রে এভাবেই ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স বা টিডিএস ও ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স বা টিসিএসের হার কমানো হয়েছে, জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
এর ফলে পেমেন্টের সময় সুদ, ডিভিডেন্ড ইত্যাদি থেকে টিডিএস, টিসিএস কম কাটা হবে , ফলে পকেটে টান পড়বে কম। অর্থাৎ ফিক্সড ডিপোজিট হোল্ডার, মিউচুয়াল ফান্ড, শেয়ারে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁদের হাতে অর্থের জোগান বেশি থাকবে, একইভাবে বাড়তি অর্থ আসবে বাড়িওয়ালাদের হাতেও। কিন্তু ঘটনা হল, টিডিএস, টিসিএস রেট কমা মানেই করের হার কমা নয়। নির্দিষ্ট আয়কর অনুযায়ীই সকলকে কর দিতে হবে। অর্থাৎ এখন কম টিডিএস দেওয়া মানে পরে বেশি সেল্ফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিয়ে পুষিয়ে দেওয়া। ফলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ট্যাক্সেরও নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাপিয়ে যাবে তার মানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বাড়লে অ্যাডভান্স ট্যাক্সও বাড়তে পারে।
যেমন ধরুন, কোনও ব্যাঙ্ক তার ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিটের সুদে ১০ শতাংশ টিডিএস কাটে, অর্থাৎ গ্রাহককে দিতে হয় ৫,০০০ টাকা। আজ থেকে চালু হওয়া নয়া টিডিএস হার অনুযায়ী এই ছাড় হল ৭.৫ শতাংশ, গ্রাহক উল্লসিত হলেন, ৫,০০০-এর বদলে মাত্র ৩,৭৫০ টাকা দিতে হচ্ছে তাঁকে।হাতে বেশি টাকা থাকছে, ওই ফিক্সড ডিপোজিট থেকে সুদে রোজগার হচ্ছে ৪৬,২৫০ টাকা। বিষয় হল, এর ফলে তাঁর করছাড়ের পরিমাণ কিন্তু বাড়ল না। বরং এর ফলে কর বেশি দিতে হতে পারে। ধরুন, আপনার রোজগার ৩০ শতাংশ ট্যাক্স স্ল্যাবের মধ্যে, তাহলে টিডিএসে ১০ শতাংশ ছাড় পাওয়া মানে আপনাকে এতদিন দিতে হত মাত্র ২০ শতাংশ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। টিডিএস কমে যাওয়ায় এবার তাঁকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিতে হবে ২২.৫ শতাংশ, মানে আড়াই শতাংশ বেড়ে গেল। এর কারণ আগে ১০ শতাংশ টিডিএস কাটা যেত পেমেন্ট থেকেই, ডিডাক্টরই সেটা জমা করতেন সরকারি তহবিলে। তিনি টিডিএস সার্টিফিকেট জমা দিতেন কর জমা করার প্রমাণ হিসেবে। আয়কর সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার সময় তা তিনি দেখাতে পারতেন।
তা ছাড়া আর একটি বিষয় হল, টিডিএস কমা মানে অ্যাডভান্স ট্যাক্স বেশি দিতে হতে পারে। অ্যাডভান্স ট্যাক্সের নিয়ম অনুযায়ী টিডিএস বাদ দিয়ে আপনার সব উপার্জনের ওপর মোট কর যদি সেই আর্থিক বছরে ১০,০০০ টাকার বেশি হয়, তাহলে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। বেতন ছাড়া অন্য পেমেন্টের ক্ষেত্রে টিডিএস কাটা কমানো হলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা।
চুক্তির জেরে উপার্জন, প্রফেশনাল ফি. সুদ, ভাড়া, ডিভিডেন্ড, কমিশন, ব্রোকারেজ ইত্যাদি ক্ষেত্রে টিডিএস রেট কমানো হবে।
কলকাতা: সুদ, ডিভিডেন্ড ও ভাড়ার ক্ষেত্রে টিডিএস, টিসিএস হার এই আর্থিক বছরের জন্য আজ থেকে কমিয়েছে কেন্দ্র। আরও কিছু ক্ষেত্রে এভাবেই ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স বা টিডিএস ও ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স বা টিসিএসের হার কমানো হয়েছে, জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
এর ফলে পেমেন্টের সময় সুদ, ডিভিডেন্ড ইত্যাদি থেকে টিডিএস, টিসিএস কম কাটা হবে , ফলে পকেটে টান পড়বে কম। অর্থাৎ ফিক্সড ডিপোজিট হোল্ডার, মিউচুয়াল ফান্ড, শেয়ারে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁদের হাতে অর্থের জোগান বেশি থাকবে, একইভাবে বাড়তি অর্থ আসবে বাড়িওয়ালাদের হাতেও। কিন্তু ঘটনা হল, টিডিএস, টিসিএস রেট কমা মানেই করের হার কমা নয়। নির্দিষ্ট আয়কর অনুযায়ীই সকলকে কর দিতে হবে। অর্থাৎ এখন কম টিডিএস দেওয়া মানে পরে বেশি সেল্ফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিয়ে পুষিয়ে দেওয়া। ফলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ট্যাক্সেরও নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাপিয়ে যাবে তার মানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বাড়লে অ্যাডভান্স ট্যাক্সও বাড়তে পারে।
যেমন ধরুন, কোনও ব্যাঙ্ক তার ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিটের সুদে ১০ শতাংশ টিডিএস কাটে, অর্থাৎ গ্রাহককে দিতে হয় ৫,০০০ টাকা। আজ থেকে চালু হওয়া নয়া টিডিএস হার অনুযায়ী এই ছাড় হল ৭.৫ শতাংশ, গ্রাহক উল্লসিত হলেন, ৫,০০০-এর বদলে মাত্র ৩,৭৫০ টাকা দিতে হচ্ছে তাঁকে।হাতে বেশি টাকা থাকছে, ওই ফিক্সড ডিপোজিট থেকে সুদে রোজগার হচ্ছে ৪৬,২৫০ টাকা। বিষয় হল, এর ফলে তাঁর করছাড়ের পরিমাণ কিন্তু বাড়ল না। বরং এর ফলে কর বেশি দিতে হতে পারে। ধরুন, আপনার রোজগার ৩০ শতাংশ ট্যাক্স স্ল্যাবের মধ্যে, তাহলে টিডিএসে ১০ শতাংশ ছাড় পাওয়া মানে আপনাকে এতদিন দিতে হত মাত্র ২০ শতাংশ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। টিডিএস কমে যাওয়ায় এবার তাঁকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিতে হবে ২২.৫ শতাংশ, মানে আড়াই শতাংশ বেড়ে গেল। এর কারণ আগে ১০ শতাংশ টিডিএস কাটা যেত পেমেন্ট থেকেই, ডিডাক্টরই সেটা জমা করতেন সরকারি তহবিলে। তিনি টিডিএস সার্টিফিকেট জমা দিতেন কর জমা করার প্রমাণ হিসেবে। আয়কর সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার সময় তা তিনি দেখাতে পারতেন।
তা ছাড়া আর একটি বিষয় হল, টিডিএস কমা মানে অ্যাডভান্স ট্যাক্স বেশি দিতে হতে পারে। অ্যাডভান্স ট্যাক্সের নিয়ম অনুযায়ী টিডিএস বাদ দিয়ে আপনার সব উপার্জনের ওপর মোট কর যদি সেই আর্থিক বছরে ১০,০০০ টাকার বেশি হয়, তাহলে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। বেতন ছাড়া অন্য পেমেন্টের ক্ষেত্রে টিডিএস কাটা কমানো হলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা।
চুক্তির জেরে উপার্জন, প্রফেশনাল ফি. সুদ, ভাড়া, ডিভিডেন্ড, কমিশন, ব্রোকারেজ ইত্যাদি ক্ষেত্রে টিডিএস রেট কমানো হবে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -