মুজফফরনগর: আজ ভোরে উত্তর প্রদেশের মুজফফরনগরে বাড়ি ফিরতে চাওয়া এক দল শ্রমিককে পিষে দিল নিয়ন্ত্রণহীন বাস। এতে ৬ শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন ৪ জন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হেঁটে পঞ্জাব থেকে বিহারের গোপালগঞ্জ যাচ্ছিলেন তাঁরা।

দুর্ঘটনাটি ঘটেছে কোতয়ালি থানা এলাকার মুজফফরনগর দেববন্দ সাহারানপুর রাজমার্গ টোল প্লাজার কাছে। হাঁটতে থাকা ক্লান্ত শ্রমিকদের পিষে দেয় একটি সরকারি বাস। আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয়েছে মেরঠের হাসপাতালে। মৃতদের পরিচয় জানা গিয়েছে। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। হতাহতদের পিছনে আর যে মজুররা হেঁটে আসছিলেন, তাঁদের ট্রাক বা অন্য গাড়িতে বসিয়ে বাড়ির পথ ধরিয়েছে পুলিশ।


জানা গিয়েছে, রোডওয়েজের এই বাস চালক মদের নেশায় চুর হয়েছিলেন। স্থানীয় ঘলোলি চেক পোস্ট পার হয়ে মুজফফরনগরে ঢোকার সঙ্গে সঙ্গে টোলপ্লাজার কাছে শ্রমিকদের ওপর সেটি চলে যায়। পুলিশ চালককে গ্রেফতার করেছে।