সবেই বাবা হয়েছেন। কলকাতায়  পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। পারিবারিক দায়িত্ব সামলে রাজনীতিতে মন দিয়েছনল ফের। এর মধ্যেই বড় দুর্ঘটনার মুখে পড়লেন লালুপ্রসাদ যাদবপুত্র। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নিরাপত্তা বলয়ের মধ্যেই ঢুকে পড়ল ট্রাক । প্রশ্ন তুলে দিল রাজনীতিকের নিরাপত্তা নিয়ে। 

গতকাল মাঝরাতে দেড়টা নাগাদ, তেজস্বী যাদবের কনভয়ে ঢুকে পড়ে দ্রুত গতিতে চলা একটি ট্রাক। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর তিন নিরাপত্তা কর্মী।  বিহারের মধেপুরা থেকে পটনা আসছিলেন তেজস্বী যাদব।  তখন হাজীপুর-মুজাফ্ফরপুর হাইওয়েতে এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন তিনি।

জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি ঢুকে পড়ে তেজস্বী যাদবের কনভয়ের মধ্যে। তাঁর গাড়ির পাঁচ ফুট দূরত্বে পৌঁছে যায় গতিশীল ট্রাকটি। দুর্ঘটনার খবর পাওয়ার পরে, সরাই থানার পুলিশ কর্মীরা অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করে। আহত হয়েছেন তেজস্বীর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন।  কর্মীদের সদর হাসপাতাল হাজীপুরে ভর্তি করা হয়েছে। 

তেজস্বী যাদবের বোন রোহিনী আচার্য ভাইয়ের কনভয়ের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগপ্রকাশ করেছেন। কীভাবে হল এমন ঘটনা, তবে কি গাফিলতি? প্রশ্ন তুলেছেন লালু-কন্যা। তিনি তাঁর এক্স অ্যাকাউন্টে এই ঘটনা নিয়ে অনেকগুলি প্রশ্ন রেখেছেন।  রোহিনীর দাবি, এই গাফিলতি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। রোহিনী আচার্য পোস্টে লেখেন, "তেজস্বীর নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের গাফিলতি গভীর উদ্বেগের বিষয়। এর দ্রুত তদন্ত হওয়া উচিত।"

'তেজস্বীর ক্ষতি করার ইচ্ছা ছিল?'প্রশ্ন রোহিনীররোহিনী আচার্য আরও লিখেছেন, কনভয়ের মাঝে তেজস্বীর গাড়ি থেকে মাত্র পাঁচ ফুটের দূরত্বে ট্রাক কীভাবে পৌঁছল? এমন তো নয় , নিরাপত্তায় গাফিলতি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ? হয়ত, উদ্দেশ্য ছিল তেজস্বীর ক্ষতি করার। সন্দেহ বোনের। তাঁর দাবি, এটাই প্রথমবার নয়। এর  আগেও তেজস্বী যাদবের কনভয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। 

পুলিশ জানিয়েছে যে, ধাক্কা মেরে পালানো ট্রাক চালককে এখন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে টোল গেটের কাছ থেকে ধরা হয়। আপাতত, পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে, তেজস্বী যাদব আরও কড়া নিরাপত্তা দেওয়ার আবেদন করেছেন।    

গত ২৭ মে দ্বিতীয়বার বাবা হয়েছেন তেজস্বী। ছেলে জন্মানোর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তেজস্বী যাদব  লেখেন, 'শুভ সকাল!' অবশেষে অপেক্ষার অবসান হলো...'। মঙ্গলবারে ছেলের জন্ম। তিথি অনুসারে 'বড়া মঙ্গল'ও বটে। তাই তেজস্বী লেখেন, জয় হনুমান! সঙ্গে সঙ্গে অভিনন্দন বার্তায় ভরে যায় কমেন্ট বক্স। তেজস্বী যাদবের ছেলেকে দেখতে হাসপাতালে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।