নয়া দিল্লি: ভয়ঙ্কর দুর্ঘটনা! বাস ও ট্রাকের সংঘর্ষ প্রাণ কাড়ল ২১ জনের। তেলেঙ্গানায় রক্তস্রোতে ভাসল রাস্তা। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি বাসের সঙ্গে ট্রাকের সজোরে সংঘর্ষ ঘটে। সরকারি বাসটিতে ৭২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন মহিলা, আটজন পুরুষ ও এক ১০ মাসের শিশুও রয়েছে। ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার ছাভেলা মণ্ডলের খানাপুর গেটের কাছে। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ সূত্রে খবর, যাত্রী বোঝাই বাসটি তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৭২ জন যাত্রী ছিলেন। অন্যদিকে, বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক। ট্রাকটি রাস্তার ভুল লেন দিয়ে আসছিল। তাতেই বিজাপুর হাইওয়ে এলাকায় ঘটে বিপত্তি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ট্রাক এবং বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে চোখে পড়েছে একটি হৃদয় বিদারক দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে যে দুই বাসের সংঘর্ষের মধ্যে চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। সাহায্যের জন্য চিৎকার করছেন সকলেই। কেউ কেউ কেঁদে উঠছেন, কেউ শ্বাস নিতে কষ্ট হওয়ায় প্রাণ বাঁচানোর আর্জি জানাচ্ছেন। পুলিশ এবং উদ্ধারকর্মীরা আহতদের বের করতে হিমশিম খাচ্ছে। চালক এবং তার আসনের পিছনের ছয়টি সারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বাসের এই অংশের বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে তেলেঙ্গানার দুর্ঘটনা ঘিরে শোকপ্রকাশ করেছেন। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
দুর্ঘটনার খবর পেয়েই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তড়িঘড়ি করে দুর্ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ও তদন্তকারী আধিকারিকদের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনাটি ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তেলঙ্গানার পরিবহনমন্ত্রী পুন্নম প্রভাকর এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।