হায়দরাবাদ: তেলাঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় এক মহিলা পশু চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। রঙ্গা রেড্ডি জেলার শাদনগরের নির্জন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার এক ২৬ বছরের পশু চিকিৎসকের দেহ উদ্ধার হয়ে। তাঁকে পুড়িয়ে খুন করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ, সম্ভবত খুনের আগে ধর্ষণও করা হয়েছে। এই ঘটনায় ধৃতদের মধ্যে একজন লরি চালক ও অন্যরা খালাসি।
একটি হাসপাতালে পশু চিকিৎসক হিসেবে কর্মরত ওই মহিলা বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় তাঁর মোটরবাইকের টায়ার নষ্ট হয়ে যায়। বোনকে ফোন করে তিনি বলেন, তাঁর সঙ্গে মিনিটপাঁচেক কথা বলতে, কয়েকজন তাঁর দিকে তাকিয়ে আছে, তিনি খুব ভয় পাচ্ছেন। এরপরই তাঁর মোবাইল সুইচ অফ হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় তাঁর দগ্ধ দেহ। মনে করা হচ্ছে, শারীরিক নির্যাতন চালানোর পর পুড়িয়ে মারা হয়েছে তাঁকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু) এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। কমিশনের এক সদস্যকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও বিচার বিভাগের কাছে দাবি করেছেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।
রাস্তায় বাইক খারাপ , পরদিন দগ্ধ দেহ উদ্ধার হায়দরাবাদের তরুণী চিকিৎসকের, ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার অভিযুক্তরা
ABP Ananda, Web Desk
Updated at:
29 Nov 2019 11:54 AM (IST)
তাঁকে পুড়িয়ে খুন করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ, সম্ভবত খুনের আগে ধর্ষণও করা হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -