কলকাতা: দেশে লাগু হল নতুন টেলি-যোগাযোগ আইন। আজ, ২৬ জুন থেকে প্রযোজ্য হল এই আইন। যার নাম টেলিকমিউনিকেশন আইন ২০২৩ (Telecommunications Act 2023)। এই আইনে এমন একাধিক জায়গা রয়েছে যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের উপর। সিম কার্ড থেকে শুরু করে নিয়ম ভাঙলে কী শাস্তি- সবই রয়েছে তাতে।


কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে কী কী রয়েছে?


একজন কতগুলো সিম নিতে পারবেন?
নয়া আইন অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ ৯টি সিম রাখতে পারেন নিজের নামে। তবে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য নিয়ম একটু আলাদা। সেখানকার বাসিন্দারা প্রত্যেকে ৬টি করে সিম নিতে পারবেন।


অতিরিক্ত সিম থাকলে কী হবে?
নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি সিমকার্ড কারও থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। কোনও ব্যক্তির যদি তাঁর নামে অতিরিক্ত সিমকার্ড অর্থাৎ নটির বেশি সিম কার্ড থাকে, তাহলে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রথমবার আইন ভাঙলে ৫০ হাজার টাকা জরিমানা। একাধিকবার এই আইন ভাঙলে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।  


নথি জাল করে সিমকার্ড নেওয়া হলে?
অনেকসময়েই নাম-ঠিকানা ভাঁড়িয়ে সিমকার্ড নেওয়া হয়। যদি কাউকে প্রতারিত করে নথি জাল করে সিমকার্ড নেওয়া হয় তাহলে হতে পারে কড়া শাস্তি। ৩ বছরের জেল এবং/অথবা ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।


বাণিজ্যিক মেসেজের ক্ষেত্রে কী নিয়ম?
যদি ব্যবহারকারীর অনুমতি ছাড়া বাণিজ্যিক মেসেজ পাঠানো হয় তাহলে টেলিকম সংস্থাগুলির ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পরিষেবা দেওয়া বন্ধ করার সংস্থানও রয়েছে।


এছাড়া আর কী কী নিয়ম?
যদি কারও ব্য়ক্তিগত জমি-সম্পত্তির মধ্য দিয়ে টেলিকম লাইন নিয়ে যেতে হয় অথবা টাওয়ার তৈরি করতে হয়- তাহলে ওই জমির মালিকের আপত্তি থাকলেও- যদি আর কোনও উপায় না থাকে তাহলে সেখানে টাওয়ার বসানো বা লাইন পাতার অনুমতি দিতে পারে সরকার।


সরকারের কাছে এমন ক্ষমতা থাকছে যাতে সরকার আপৎকালীন পরিস্থিতিতে (যেমন জাতীয় সুরক্ষা, এমারজেন্সি) টেলিকম সংস্থাগুলিকে কোনও মেসেজ বা কল Intercept করতে বা Block করতে বলতে পারে। যদিও রাজ্য ও কেন্দ্রের অ্যাক্রিডেশন রয়েছে এমন সাংবাদিকরা খবরের প্রয়োজনে মেসেজ পাঠালে তা এই নজরদারির আওতায় পড়বে না। যদিও সেই খবর জাতীয় নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত করলে সেই ব্যক্তির উপর নজরদারি করা যাবে।


টেলিকম পরিষেবার কোনও ক্ষতিসাধন করলে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: অম্বুবাচীর পরে আজ খুলছে দেবীর মন্দির! করতেই হবে এই কাজগুলি!