শ্রীনগর: ফের সন্ত্রাসবাদী হামলা কাশ্মীরে। জঙ্গিদের গুলিতে আহত ২ সেনাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁরা মারা যান। আজই মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার ঘটনার ১২ বছর পূর্ণ হল। আর এদিনই ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল দেশের মাটিতে।
বুধবার কাশ্মীরের শ্রীনগরের এইচএমটি অঞ্চলে টহল দিচ্ছিল সেনাবাহিনী। সেই সময় ৩ জঙ্গি গুলি চালাতে শুরু করে। ঘটনায় গুরুতর আহত হন ২ জওয়ান। তৎক্ষণাত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মৃত্যু হয়। যদিও এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। কাশ্মীরের আইজি বলেন, জঙ্গিরা গাড়ি চেপে এসেছিল। জইশ জঙ্গিদের তৎপরতা বেড়েছে গত কয়েক মাসে। তবে কে বা কারা আজকের হামলার সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, তাদের ২ জন পাকিস্তানের এবং ১ জন স্থানীয়।
আর ঠিক দুদিন পরেই কাশ্মীরে ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট কাউন্সিল নির্বাচন। তার আগে এই হামলা নিয়ে তৈরি হয়েছে আতঙ্কের আবহ। উল্লেখ্য়, এনকাউন্টারে গত ১৯ নভেম্বর চার জইশ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনাবাহিনী। তাদের বড়সড় হামলার প্ল্য়ান ছিল বলে পরে জানা যায়।