মুম্বই: বেশ কিছুদিন আগের ঘটনা। একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয় সোশাল মিডিয়ায় (Social Media)। সেখানে দেখা যায় বিহারে কোনও একটি প্রতিযোগিতায় জিতে ট্রফি নিয়ে 'পাকিস্তান জিন্দাবাদ'  (Pakistan Zindabad) স্লোগান দিতে শোনা যায়। এবার তেমনই একটি ঘটনা ঘটল থানেতে (Thane)। পুলিশ (Police) সূত্রে খবর, ভিওয়ান্ডি জেলায় এক কিশোর স্কুল ইউনিফর্ম পরেই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তোলে।                               

  


খবর পেতেই সেই এলাকায় পৌঁছে যায় পুলিশ। এরপর এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এই অভিযোগে ১৯ জনকে আটক করে। এর মধ্যে রয়েছেন ৫ জন মহিলাও। পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগে সকলের নামেই এফআইআর দায়ের করেছে পুলিশ।                                                                


শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ফি পরিশোধ না করার কারণে একটি বেসরকারী স্কুলে যেতে দেওয়া হচ্ছে না বলে নাগরিক সংস্থার কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছেন বলে জানা গেছে। গত কয়েকদিন ধরেই স্কুল প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন অভিভাবকরা।


আরও পড়ুন, সিনেমাহলে খাবার নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা! জানাল সুপ্রিম কোর্ট


সোমবার বিক্ষোভ চলাকালীন একটি ছেলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়। উল্লেখ্য, সেপ্টেম্বরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) পুনেতে অনুষ্ঠিত একটি আন্দোলনের সময় "পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান দিয়েছে, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। পিএফআই পুনে শহরের জেলা কালেক্টর অফিসের বাইরে বিক্ষোভের আয়োজন করেছিল। সারা দেশে সংগঠনের উপর সাম্প্রতিক অভিযান এবং পরবর্তীকালে তার কর্মীদের গ্রেফতারের নিন্দা জানাতে।                                                 


এর আগে বিহারে 'পাকিস্তান জিন্দাবাদ' এর ঘটনাটি নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছিল তা নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছিল বলে খবর।