মুম্বই: টুইটার ফলোয়ারদের কাল রীতিমত ঘামিয়ে ছেড়েছিলেন ঋষি কপূর। সিপিয়া রঙের একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি প্রশ্ন করেন, ইনি কে তা আবার বলে দিতে হবে নাকি। গোটা বেলা ধরে নাম খুঁজতে খুঁজতে হাঁফিয়ে যান ঋষির ফলোয়াররা। এমনকী কেউ কেউ তাঁর ঠাকুমা রামশরণী কপূরের নাম করেন। শেষমেষ ঋষিই বাতলে দেন ছবির ‘মহিলা’র আসল নাম- আর কেউ নন, তিনি প্রাণ, বলিউডের এক সময়ের হাড়হিম করে দেওয়া ভিলেন!

ছবিটি পোস্ট করে ঋষি টুইট করেন, যদি কেউ অন্য কোনও সূত্র থেকে উত্তরটা জেনেও থাকেন দয়া করে বলবেন না। সাসপেন্স নষ্ট করে দেবেন না অন্যদের জন্য। আমি আপনাদের ১০/২০/৫০টা আন্দাজের সুযোগ দেব।



একজন অবশ্য বলে দেন আসল উত্তরটা। বলেন, প্রাণ তাঁর দাদার বিয়েতেও মেয়ে সেজে গিয়েছিলেন, দাদার প্রাক্তন ’প্রেমিকার’ চরিত্রে তাঁর অভিনয় দেখে নতুন বৌদি ঘাবড়ে টাবড়ে একসা।



আবার কেউ কেউ বলেন, ইনি ঋষির ঠাকুমা, পৃথ্বীরাজ কপূরের স্ত্রী রামশরণী মেহরা কপূর!



শেষমেষ ঋষিই বলে দেন জবাব। ঘোমটা টানা এই মহিলা আর কেউ নন, প্রাণ, বলিউডের সেই বিখ্যাত ‘ভিলেন’ যিনি অন্ধা কানুন, দুনিয়া, ইনসাফ কৌন করেগা সহ অসংখ্য ছবিতে অসামান্য অভিনয় করেছেন। ঋষিও প্রাণের সঙ্গে অভিনয় করেছেন ববি, অমর আকবর অ্যান্টনি, কর্জ, নসিব, বড়ে দিলওয়ালা, দুনিয়া সব বহু ছবিতে।