নয়া দিল্লি : প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। আরও পাঁচ মাস এই যোজনা চালু থাকবে। অর্থাৎ নভেম্বরের শেষ পর্যন্ত ৮০ কোটির বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।


করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশের একটা বড় অংশের মানুষ আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছেন। এই পরিস্থিতিতে গরীব মানুষের কথা ভেবে এবছর জুন পর্যন্ত PMGKAY চালু রাখা হয়।


চলতি মাসের গোড়ার দিকে জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, PMGKAY-এর মেয়াদ পাঁচ মাস অর্থাৎ দীপাবলি পর্যন্ত বাড়ানো হবে। আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবেই অনুমোদন দেওয়া হয়।


সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, PMGKAY-এ জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত আরও পাঁচ মাস অতিরিক্ত খাদ্যশস্য বণ্টনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। করোনার কারণে যে আর্থিক সমস্যা দেখা দিয়েছে, সেক্ষেত্রে বিনামূল্যে এই খাদ্যশস্য গরীব মানুষের কষ্ট লাঘব করবে। আগামী পাঁচ মাস কোনও গরীব পরিবারকেই খাদ্যশস্যের অভাবে ভুগতে হবে না।


PMGKAY-এ প্রতি মাসে ব্যক্তিপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে বিতরণ করা হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ৮১.৩৫ কোটি উপভোক্তা রয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।


যেহেতু রাজ্যের কোনও সহায়তা ছাড়াই এই প্রকল্পের পুরো খরচ কেন্দ্র বহন করে, তাই এই বাবদ ৩,২৩৪.৮৫ কোটি অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়বে। পরিবহন এবং রেশন ডিলাদের মাধ্যমে তার বিতরণ বাবদ এই অর্থের প্রয়োজন পড়বে বলে সরকারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে। সব মিলিয়ে ভারত সরকারের ৬৭.২৬৬.৪৪ কোটি টাকা খরচ হবে। PMGKAY-এর আওতায় আগামী পাঁচ মাসে ২০৪ লক্ষ টন খাদ্যশস্য বিলি করা হবে। 


গম এবং চাল বণ্টনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে খাদ্য মন্ত্রক। তৃতীয় এবং চতুর্থ দফায় PMGKAY-এ খাদ্যশস্য বিতরণ বা তুলে নেওয়ার ব্যাপারেও তারাই সিদ্ধান্ত নেবে। বর্ষা বা তুষারপাতের মতো প্রাকৃতিক প্রতিবন্ধকতার বিষয়গুলিতে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।