নয়াদিল্লি : বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিনের ট্রায়াল নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে। শুক্রবার একথা বলেন রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য বিভাগের প্রধান। একইসঙ্গে তিনি বলেন, তুলনামূলকভাবে ধনী দেশগুলি ভ্যাকসিন নিয়ে যেন অপেক্ষাকৃত গরিব দেশকে অবজ্ঞা না করে। সেদিকেও নজর দিতে বলেছেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম ঘেব্রেসিয়াস বলেন, ভাইরাসের সংক্রমণ হয়ত থাকবে না। কিন্তু পরবর্তী পর্যায়ে আরও নতুন কিছু শেখা যাবে। মানব জীবনে মহামারী ভাল এবং খারাপ দুটো দিকই দেখিয়েছে। বিজ্ঞানের ব্যবহার, অনুপ্রেরণা ও আত্মত্যাগের অনুপ্রেরণামূলক কাজ, আবিষ্কারের চেষ্টা আবার বিভাজনও দেখিয়েছে। মহামারী পর্ব শেষ হলে দারিদ্র্য, ক্ষুধা, বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের দিকে নজর দিতে হবে বলে জানান তিনি। তাঁর কথায়, করোনা পর্বের আগে যে অবস্থায় পৃথিবী ছিল, সেই অবস্থায় ফিরে যাওয়া আমাদের উচিত নয়। বিভাজনের রাজনীতি, সবার বেঁচে থাকার জন্য যে পৃথিবী নয় সেই পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না।
ভ্যাকসিনের বিষয়ে টেড্রস বলেন, টানেলের শেষে আলোটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তবে বিশ্বজুড়ে সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন বন্টন করতে হবে। বেসরকারি পণ্য করে তুললে বিভাজন বাড়বে। তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাক্ট অ্যাকসেলটর কর্মসূচি অনুযায়ী, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ভ্যাকসিন দ্রুত তৈরি করতে হবে এবং দ্রুত বন্টন করতে হবে। তিনি বলেন যে ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহের ভিত্তি স্থাপনের জন্য অবিলম্বে ৪.৩ বিলিয়ন ডলার প্রয়োজন। ২০২১ সালের জন্য আরও ২৩.৯ বিলিয়ন ডলার প্রয়োজন। রাষ্ট্রপুঞ্জের প্রধান অ্যান্টেনিও গুতেরাস একই আবেদন জানিয়েছেন।
তিনি আরও বলেন, মহামারী মোকাবিলায় বহু দেশ প্রস্তুত ছিল না। তারা ভেবেছিল স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষকে রক্ষা করবে। সার্স, মার্স, হিনির মতো সংক্রামক রোগ বহু দেশ মোকাবিলা করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করেনি অনেক দেশ। এমনটাই অভিযোগ তাঁর। এই বিষয়ে আরও বেশি সজাগ থাকা উচিত বলে মনে করেন তিনি। বিশ্বজুড়ে স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করতে সেপ্টেম্বর মাসে কমিশন গঠন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টেড্রসের কথায়, সারা বিশ্বের মানুষের সুবিধার জন্য এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য ভাইরাসের নমুনার সঙ্গে পরিচয় করানো উচিত। একইসঙ্গে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান চার্লস মাইকেলের কাছে আবেদন জানিয়েছেন, এমন কোনও কর্মসূচি নেওয়া হোক যার মাধ্যমে পশুর থেকে মানুষের শরীরে কোন রোগ ছড়ায় তা জানা যাবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি, ঝুঁকির বিষয়ে আগাম ব্যবস্থা করা যাবে।
মহামারী শেষ হবে! নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারেন: রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য অধিকর্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Dec 2020 03:57 PM (IST)
ভ্যাকসিনের বিষয়ে টেড্রস বলেন, টানেলের শেষে আলোটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তবে বিশ্বজুড়ে সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন বন্টন করতে হবে। বেসরকারি পণ্য করে তুললে বিভাজন বাড়বে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -