কলকাতা: গাইসাল (Gaisal) থেকে জ্ঞানেশ্বরী (gyaneshwari train accident) কিংবা বনাঞ্চল এক্সপ্রেসে, উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কা। গত কয়েক দশকে ভয়াবহ সব ট্রেন দুর্ঘটনার (train accident) সাক্ষী থেকেছি আমরা। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় (Coromandel Express Accident) ফিরল সেই স্মৃতি।


একের পর এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা


বালেশ্বরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। মালগাড়িতে ধাক্কা মারল যাত্রীবোঝাই দূরপাল্লার ট্রেন। লাইনচ্য়ুত হয়ে উল্টে গেল করমণ্ডল এক্সপ্রেসের একাধিক কামরা। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। এখনও বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। শুক্রবারের মারাত্মক ট্রেন দুর্ঘটনার এই ছবিগুলো মনে করিয়ে দিয়েছে, গত প্রায় চার দশকের ভয়াবহ সব ট্রেন দুর্ঘটনার কথা।                      

১৯৮১ সালের ১৭ জুলাই

মধ্যপ্রদেশে নর্মদা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে আরেকটি ট্রেন। দুর্ঘটনায় মৃত্য়ু হয় প্রায় ৭০০ জনের। 


১৯৯৫ সালের ২০ অগাস্ট

ফিরোজাবাদের কাছে কালিন্দি এক্সপ্রেসে ধাক্কা মারে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস। মৃত্য়ু হয় ৩৫৮ জনের।

১৯৯৯ সালের ২৬ নভেম্বর

ফ্রন্টিয়ার গোল্ডেন টেম্পল মেলের লাইনচ্যুত বগিতে ধাক্কা মারে জম্মু তাওয়াই-শিয়ালদা এক্সপ্রেস। ২১২ জনের প্রাণ কাড়ে এই ট্রেন দুর্ঘটনা। 

১৯৯৯ সালের ২ অগাস্ট

গাইসালে ঘটেছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। অবোধ-অসম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের মধ্যে সংঘর্ষে মৃত্য়ু হয়েছিল ২৬৮ জনের। আহত হয়েছিলেন ৩৫৯ জন। 

২০১০ সালের ২৮ মে

পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং সরডিহার মাঝে লাইনচ্যুত হয় মুম্বইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। লাইনচ্যুত সেই বগিতে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। বীভৎস এই ট্রেন দুর্ঘটনায় মৃত্য়ু হয় ১৭০ জনের।

২০১০ সালের ১৯ জুলাই

সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা বনাঞ্চল এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই দুর্ঘটনায় ৬৩ জনের প্রাণ যায়। আহত হন ১৬৫ জন। 

২০১৭ সালের ২১ জানুয়ারি

অন্ধ্রপ্রদেশের কুনেরুর কাছে লাইনচ্যুত হয় জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেস। ৪১ জনের মৃত্য়ু হয় এই দুর্ঘটনায়। আহত হন ৬৮ জন।


আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

২০১৬ সালের ২০ নভেম্বর

কানপুরের কাছে লাইনচ্যুত হয় ইনদৌর-রাজেন্দ্রনগর এক্সপ্রেস। এই দুর্ঘটনায় ১৫০ জনের মৃত্য়ু হয়। আহত হন ২৬০ জন।

২০১৫ সালের ২০ মার্চ

উত্তরপ্রদেশে দেহরাদুন-বারাণসী জনতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মৃত্য়ু হয় ৫৮ জনের।