কলকাতা: বিশ্বের শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়েছে করোনাভাইরাস। ৩০ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ২ লাখের বেশি। কিন্তু ৩৩টি দেশ পৃথিবীর মানচিত্রে এখনও রয়েছে, যেগুলিতে এখনও পৌঁছয়নি করোনার ছায়া। একজনও আক্রান্ত হননি এই রোগে।

এই দেশগুলির মধ্যে রয়েছে লেসোথো, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলি- যেমন নাউরু, কিরিবাতি ও সলোমন দ্বীপপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জ বলেছে, ২০ এপ্রিল পর্যন্ত ২৪৭টি দেশ ও ভূখণ্ডে অন্তত একজন করে করোনা আক্রান্ত হয়েছেন। এগুলির মধ্যে ১৯০টি দেশে স্থানীয়ভাবে সংক্রমণ হয়েছে, অর্থাৎ গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা জীবাণু। আর অন্তত ১৬৬টি দেশে করোনায় মৃত্যু ঘটেছে।

যদিও কোনও দেশ করোনা আক্রান্তের কথা স্বীকার করেনি মানেই সেখানে সেই রোগ থাবা বসায়নি এমনটা নয়। যেমন উত্তর কোরিয়া। একটিও করোনা কেসের কথা স্বীকার করেনি তারা। কিন্তু তাদের সঙ্গে যে দেশগুলির সীমান্ত সেই চিন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ায় বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ উত্তর কোরিয়াও বাঁচতে পারেনি এই রোগের হাত থেকে।

দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় জানুয়ারি-ফেব্রুয়ারিতেও করোনা পৌঁছয়নি কিন্তু তারপর হু হু করে ছড়িয়ে পড়েছে। আবার অ্যাঙ্গুইলা, গ্রিনল্যান্ড, সেন্ট বার্টস ও সেন্ট লুসিয়ার মত ক্যারিবীয় দ্বীপ এবং ইয়েমেনে প্রথমটা করোনা রোগীর দেখা মিললেও এই সব ভূখণ্ড দ্রুত নিজেদের রোগমুক্ত করেছে। যাঁরা অসুস্থ ছিলেন তাঁরা পুরোপুরি সেরে উঠেছেন, এখন আর একজনও নেই করোনা আক্রান্ত।