ইসলামাবাদ: প্রয়াত হয়েছেন ঋষি কপূর। বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ ওয়াঘার ওপারও। কপূর পরিবারের শিকড় রয়েছে যে পাকিস্তানে। শোকপ্রকাশ করলেন পাক তারকারাও।

পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী মাওরা হোকেন সোশ্যাল মিডিয়ায় ঋষি ও তাঁর স্ত্রী নীতু সিংহ কপূরের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আপনার সঙ্গে যতবার দেখা হয়েছে, উদারমনস্ক আর মজার মানুষ মনে করেছি। উর্দু ভাষার প্রতি আপনার ভালবাসা ছিল। সীমান্তের দুই পারের খাবার নিয়ে অনেক গল্প করেছি। আপনি কিংবদন্তিই থাকবেন।’



পাক অভিনেতা শান শাহিদের ট্যুইট, ‘একটা গোটা প্রজন্ম আপনাকে আজীবন মনে রাখবে। আপনার সিনেমা চিরস্মরণীয় হয়ে থাকবে। কর্জ আমার অন্যতম প্রিয় সিনেমা। আপনার হাসি পর্দা ও মন ভরিয়ে দিত।’



আদনান সিদ্দিকি জানিয়েছেন, ঋষির মৃত্যু তাঁর কাছে একটা বড় ধাক্কা। ট্যুইট করেছেন, ‘বলিউডের দুই কিংবদন্তি পরপর দুদিন মারা গেলেন।’ সজল আলি শ্রীদেবীর সঙ্গে ঋষি কপূরের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘চিরশান্তিতে থাকুন।’ সাবা কামার লিখেছেন, ‘২০২০ সাল আমাদের থেকে একের পর এক সৌন্দর্যকে কেড়ে নিচ্ছে। আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই।’ ইমরান আব্বাস লিখেছেন, ‘ওঁর সিনেমা দেখেই বড় হয়েছি। একটা যুগের অবসান হল।’





ঋষির প্রয়াণে শোকস্তব্ধ পাকিস্তানের ক্রীড়াজগতও। পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ট্যুইট করেছেন, ‘হৃদয় ভেঙে গেল। বিশ্ব সিনেমার কাছে বিরাট ধাক্কা। একটা যুগের শেষ হল তবে আমাদের হৃদয়ে আপনি অমর হয়ে থাকবেন। কপূর পরিবারকে সমবেদনা।’ প্রাক্তন ফাস্টবোলার শোয়েব আখতারের ট্যুইট, ‘শোকস্তব্ধ। ওঁর বড় ভক্ত ছিলাম। সব যেন বিবর্ণ হয়ে গেল।’ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্যও ঋষির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।