ঝিলম করঞ্জাই, কলকাতা: ক্রমশ ঊর্ধ্বমুখী এরাজ্যের করোনার গ্রাফ। কলকাতার বেলেঘাটা আইডিতে বাড়তে শুরু করেছে কোভিভ রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা চিকিৎসায় বেডের সংখ্যা বাড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত হাসপাতালে বেডের সংখ্যা ৩১৫ করা হয়েছে। কিন্তু শুধু বেডের সংখ্যা বাড়ালেই হবে না। কর্তৃপক্ষের বক্তব্য, চিকিৎসার জন্য প্রয়োজন ডাক্তার, নার্স ও প্যারামেডিক্যাল টেকনিশিয়ান।


হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল টেকনিশিয়ান প্রয়োজন বলে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরকে চিঠি লেখা হয়েছে। যাতে পরিকাঠামো ঠিক মতো চালানো যায়, তাই এই আবেদন জানানো হয়েছে। মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসক প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কার্ডিওলজি, ক্রিটিকাল কেয়ার ইউনিট, মেডিসিন, পালমনোলজির মতো ক্ষেত্রে চিকিৎসক চেয়ে চিঠি লিখেছে কর্তৃপক্ষ। হাসপাতালে এইচডিইউ বিভাগ তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগে আছে একাধিক যন্ত্র। চিকিৎসার প্রয়োজনের যাতে তা কাজে লাগানো যায় তাই প্রয়োজন আরও টেকনিশিয়ান। তাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।


জানা যাচ্ছে, ইতিমধ্যে মেডিসিন বিভাগের ৩ চিকিৎসককে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়োগ করা হয়েছে। তাঁরা জেলা থেকে আসবেন বলে সূত্রের খবর। গত এক দু সপ্তাহে বাড়ছে ভিড়। একইসঙ্গে ব্যস্ততা বেড়েছে হাসপাতাল চত্বরে। এদিকে বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ জারি করা বিবৃতি অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬৯ জন। এই সময় ব্যবধানে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ২২ জনের। যা এখনও পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান।


গত কয়েকদিনের মতো সংক্রমণের ভয়াবহ চেহারা জারি কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে এক হাজার ৬১৫ জন ও এক হাজার ৩৫৪ জন। টানা বেশ কয়েকদিন ধরেই রাজ্যের এই দুই জেলায় সংক্রমিতের সংখ্যা হাজারের বেশি। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৪ ঘণ্টায় বেড়েছে ৪ হাজার ৩৬০ জন। যার ফলে গোটা রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩৬ হাজার ৯৮১।